কলকাতা, 7 নভেম্বর: নিয়ম মেনে নির্ধারিত দিনেই ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে । ফলে আজ, সোমবার হচ্ছে না এই পৌরসভার আস্থা ভোট । এদিনের ভোটে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ (HC on Jhalda Municipality) । আদালতের এদিনের নির্দেশের ফলে ঝালদা পৌরসভায় আস্থা ভোট হবে আগামী 21 নভেম্বর (voting on Jhalda Municipality no confidence motion) ।
উল্লেখ্য, গত 13 অক্টোবর ঝালদা পৌরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা । নিয়ম অনুযায়ী অনাস্থা আনার 15 দিনের মধ্যে পদক্ষেপ করতে হয় পৌরপ্রধানকে । কিন্তু তা না হওয়ায় ঝালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকারের কাছে আবেদন করে বিরোধীরা ৷ তিনি 21 তারিখ আস্থা ভোটের কথা জানান (Jhalda Municipality no confidence motion) ৷