পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টাকা ফেরত নিয়ে বচসার জেরে ছুরি নিয়ে হামলা - attack with Knife

টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মারধর । গুরুতর জখম এক । ঘটনাটি পুরুলিয়ার পুঞ্চা থানার ন'পাড়া এলাকার ।

ফাইল ফোটো

By

Published : Jun 24, 2019, 9:48 PM IST

পুরুলিয়া, 24 জুন : টাকা ফেরত নিয়ে দুই ব্যক্তির মধ্যে বচসা । গুরুতর জখম এক । তাঁর নাম রাজেশ সেন । তিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত । ঘটনাটি পুরুলিয়ার পুঞ্চা থানার ন'পাড়া এলাকার । জখম রাজেশ বর্তমানে পুরুলিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, গতকাল রাতে স্থানীয় BJP কর্মী তথা LIC এজেন্ট রাজেশ রক্ষিতের সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় রাজেশ সেনের । সেই সময় তাঁকে ছুরি দিয়ে আঘাত করে রাজেশ রক্ষিত । স্থানীয় বাসিন্দারা রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

রাজেশ সেনের অভিযোগ, ওই BJP কর্মীর কাছ থেকে টাকা পেতেন তিনি । সেই টাকা চাওয়াতেই গতকাল ছুরি নিয়ে হামলা করা হয় । আজ জখম তৃণমূলকর্মী রাজেশকে দেখতে হাসপাতালে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি । বিষয়টির নিন্দা করার পাশপাশি তিনি ওই BJP কর্মীকে "ঠগ LIC" এজেন্ট বলেও দাবি করেন ।

দেখুন ভিডিয়ো

যদিও, BJP-র বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলের জেলা নেতৃত্ব ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details