পুরুলিয়া, 25জুন : পুরুলিয়া জেলা পরিষদের2020-21আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেটবয়কট করলBJP lআজপুরুলিয়া শহরের রাঁচি রোডে বিশেষ সাংবাদিক বৈঠক করে একথা জানান বাঁকুড়ার সাংসদ সুভাষসরকার ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোlএছাড়াও এদিনের এই বাজেটে আমন্ত্রণপত্রে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগlপাশাপাশি জেলা পরিষদের বিরোধী বিরোধীনেতাদের গুরুত্ব না দেওয়ায় এই বাজেট বয়কট করা হয় বলে দাবিBJP-রl
পুরুলিয়া জেলা পরিষদের বাজেট বয়কট BJP-র - বাজেট বয়কট BJP-র
পুরুলিয়া জেলা পরিষদের বাজেট বয়কট করল BJP l বাজেটে উপস্থিত থাকার আমন্ত্রণ দেওয়া হয়নি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে ৷ সেই কারণে আজ বাজেট বয়কট BJP-র ৷
জানাযায়,আজপুরুলিয়া জেলা পরিষদের2020-21আর্থিকবছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ ও অনুমোদনের জন্য সভার আয়োজন করা হয়lউপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি,তৃণমূলের সকল কর্মাধ্যক্ষ সহ ওঅন্যান্য নেতাকর্মীরাlসেইআমন্ত্রণ পত্রে নাম রয়েছে জেলা পরিষদের বিরোধী নেতাদের,সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও সুভাষসরকারেরওlজেলাপরিষদের বিরোধী নেতারা এবং সুভাষ সরকার আমন্ত্রণ পেলেও সাংসদ জ্যোতির্ময় সিংমাহাতোকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগl
এইকারণে আজকে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে বাজেট বয়কট করার সিদ্ধান্ত জানান দুই সাংসদ ওজেলা পরিষদেরBJPনেতারাlএছাড়াওউপস্থিত ছিলেনBJP-রজেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরাlএদিনের সাংবাদিক বৈঠকে সুভাষ সরকারবলেন, "কোনওপরিকল্পনা ছাড়াই এই বাজেট পেশ করা হচ্ছেlএছাড়াও বাজেট পেশ করতে হলে একটি বাজেটকমিটি গঠন করে দরকার, তাও হয়নিlবাজেটের লক্ষ্য কী, তার একটা খসড়া বাজেট তৈরী করতে হয়lতার আগে2019-20সালের বাজেটে কী কী খরচ খরচহয়েছে,সমস্তপঞ্চায়েত ও ব্লকের অডিট হয়েছে কি না সেই রিপোর্ট পেশ করতে হয়,কিন্তু সেগুলোর একটাও হয়নিlএভাবে তো আর বাজেট পেশ করা চলে নাlতার মানে পুরো বিষয়টি অন্ধকারে রাখাহয়েছেlএরবিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছিl"