পুরুলিয়া, 17 জুলাই : জেলায় ক্রমেই বাড়ছে কোরোনা সংক্রমণ । বর্তমানে পুরুলিয়া জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা শতাধিক । তাই এ'বার কোরোনা সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা পুলিশ প্রশাসন । মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে সচেতন করার কাজে রাস্তায় নেমে পড়েছেন জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকেরা । শুধু পুরুলিয়া শহর নয় জেলাজুড়ে চালানো হচ্ছে এই সচেতনমূলক অভিযান । আবার ধমক দিয়েও কোথাও কোথাও মাস্ক পরাচ্ছেন পুলিশকর্মীরা ।
কোরোনা সংক্রমণ ঠেকাতে কড়া পুরুলিয়া জেলা প্রশাসন - কোরোনা
কোরোনা সংক্রমণ ঠেকাতে তৎপর জেলা পুলিশ প্রশাসন । সদর হাসপাতাল, জেলাশাসকের দপ্তর, থানাসহ অন্যান্য সরকারি দপ্তরগুলিতে মাস্ক না পরে প্রবেশে নিষেধাজ্ঞা । আবার ধমক দিয়েও কোথাও কোথাও মাস্ক পরাচ্ছেন পুলিশকর্মীরা ।
একইসঙ্গে সদর হাসপাতাল, জেলাশাসকের দপ্তর, থানাসহ অন্যান্য সরকারি দপ্তরগুলিতে মাস্ক না পরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা পুলিশ প্রশাসন । এমনকি লোকালয়ে পান, গুটখা, তামাক খেয়ে কফ-থুতু ফেলা নিষিদ্ধ করা হল জেলা প্রশাসনের তরফে । নির্দেশিকা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান জেলাশাসক । দোকানে দোকানে "নো মাস্ক, নো ফুড" পোস্টার লাগিয়ে নিয়ম মানার নির্দেশ পুলিশের । নিয়ম না মানলে দোকান বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে । পুলিশ প্রশাসনের এই সচেতনতা অভিযানকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী ।
জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা 114 । যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 95 জন । বাকি 19 জনের চিকিৎসা চলছে । সব মিলিয়ে জেলায় মোট 18,452 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে কোরোনা পরীক্ষার জন্য । যার মধ্যে 17,313 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বর্তমানে আইসলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আক্রান্তরা ।