পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুরু হয়নি ভবন নির্মাণের কাজ, ভোট বয়কট ঝালদার 2 বুথে - scholl building

ঝালদা 2 নম্বর ব্লকের উপরব্যাটারি গ্রামের 241/107 ও 241/108 নম্বর বুথে ভোট বয়কট করল গ্রামবাসীরা ।

উপরব্যাটারি গ্রামের বুথ

By

Published : May 12, 2019, 7:34 PM IST

পুরুলিয়া, 12 মে : সাত বছর আগে জুনিয়র উচ্চ বিদ্যালয় নির্মাণের প্রস্তাব মঞ্জুর হলেও রাস্তার অভাবে শুরু হয়নি ভবন নির্মাণের কাজ । সেই দাবিতেই আজ ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । ঘটনাটি পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের উপরব্যাটারি গ্রামের।

উপরব্যাটারি গ্রামের 241/107 ও 241/108 নম্বর বুথ । প্রথম বুথে ভোটার রয়েছে 1243 জন এবং দ্বিতীয় বুথে রয়েছে 1238 জন । সকাল থেকে প্রিজ়াইডিং অফিসাররা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন তাঁরা । অভিযোগ, 2012 সালে জুনিয়র স্কুলের নামে জমি চিহ্নিতকরণ হয়, টাকাও বরাদ্দ হয় । কিন্তু রাস্তার অভাবে আটকে রয়েছে কাজ । এই বিষয়ে বারবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসনের কাছে আবেদন জানালেও কোনও লাভ হয়নি । তাই শেষমেশ ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা ।

ABOUT THE AUTHOR

...view details