বাঘমুন্ডি, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পুরুলিয়ায় এসে বিজেপি-র সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বাঘমুন্ডিতে সভা ছিল অভিষেকের ৷ এই সভা থেকে তিনি বলেন, "শুধু ভোটের সময় তৃণমূল মানুষের কাছে থাকে তা নয়, আমরা সারা বছর মানুষের পাশে থাকি । কিন্তু বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে । আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের প্রাপ্য সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে ।" এদিন বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজনীতি ছেড়ে দেওয়ার কথা শোনা গিয়েছে তাঁর মুখে ৷
ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, একমাত্র বাংলার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রের সরকার ৷ কারণ বাংলায় বিজেপি জিততে পারেনি ৷ তাঁর কথায়, "এই সভায় আসা 75 শতাংশ মানুষ বলছেন তাঁরা একশো দিনের কাজের উপর নির্ভর করে থাকেন ৷ পুরুলিয়াতে 12 লক্ষ জব কার্ড হোল্ডার আছেন । দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দিচ্ছেন, বিজেপি-সিপিএম কেউ বাদ যাননি । আর কোনও রাজ্যের বিজেপির কোনও মুখ্যমন্ত্রী যদি মাসে 1 হাজার করে টাকাও দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ৷"