পুরুলিয়া, 7 এপ্রিল : কোরোনা আক্রান্ত সন্দেহে লালারসের নমুনা পাঠানো 10 জনের মধ্য়ে 5 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানাল পুরুলিয়া জেলা প্রশাসন l বাকি 5 জনের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি l এদিকে কোয়ারাটাইন সেন্টারে নতুন করে আরও 13 জনকে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে l বর্তমানে কোয়ারানটাইন সেন্টারে পর্যবেক্ষণে থাকা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 463 l বিগত 15 দিনে 2765 জন ব্যক্তির কোয়ারাটাইন পূর্ণ হয়ে গিয়েছে এবং তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে l বর্তমানে হোম কোয়ারাটাইনে পর্যবেক্ষণে রয়েছেন 13411 জন l এছাড়াও আইসোলেশন সেন্টারে ভর্তি রয়েছেন বাইরের রাজ্য থেকে আসা পুরুলিয়ার 19 জন ব্যক্তি l
কোরোনা সন্দেহে পাঠানো হয়েছিল 10 জনের নমুনা, নেগেটিভ 5 - কোরোনা সুরক্ষা
কোরোনা আক্রান্ত সন্দেহে 10 জন ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ এদের মধ্যে 5 জন ব্যক্তির রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানাল পুরুলিয়া জেলা প্রশাসন ৷
জেলা শাসক রাহুল মজুমদার জানান, "জেলায় পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে রয়েছে l এখনও পর্যন্ত 10 জনের লালারসের নমুনা পাঠানো হয়েছে। 5 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে l বাকি 5 জনের রিপোর্ট এখনও আসেনি l জেলায় আগাম 160 টি আইসোলেশন বেড রয়েছে ৷ তার মধ্যে 19 জন পর্যবেক্ষণে রয়েছেন l যার মধ্যে গতকাল এবং আজ দু' দিনে 8 জন ব্যক্তিকে আইসোলেশন রাখা হয়েছে l তবে কোয়ারাটাইন সেন্টারে ব্যক্তিদের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে l বর্তমানে জেলার প্রতিটি ব্লকে 39টি কোয়ারাটাইন সেন্টারে 3136টি বেড তৈরি রয়েছে l যার মধ্যে 463 জন ব্যক্তি 23টি কোয়ারানটাইন সেন্টারে পর্যবেক্ষণে রয়েছেন l 2765 জনের হোম কোয়ারানটাইন পূর্ণ হয়ে গিয়েছে গতকাল l"
এছাড়াও তিনি জানান, "পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের নিয়মিত খোঁজখবরও নেওয়া হচ্ছে l দেওয়া হয়েছে শরীর চর্চার ট্রেনিং l তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন প্রশাসনিক আধিকারিকেরা l"