পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসা করাতে এসে কোটিপতি কাঁথির যুবক !

লটারির টিকিট কাটা একপ্রকার নেশায় পরিণত হয়েছিল তাঁর । কিন্তু এবার সেই টিকিটই তাঁকে কোটিপতি বানিয়ে দিল ।

Youth won first prize of lottery
Youth won first prize of lottery

By

Published : Nov 16, 2020, 10:10 AM IST

কাঁথি, 16 নভেম্বর : গ্রাম থেকে পায়ে চোট নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন কাঁথি এক নম্বর ব্লকের বাধিয়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন । সেখানে 4 হাজার টাকা দিয়ে দুটি লটারির টিকিট কেনেন তিনি । আর ভাগ্যের চাকা ঘুরিয়ে দিল সেই টিকিটই । লটারিতে প্রথম পুরস্কার ছিল পাঁচ কোটি টাকা । যা জিতে নিয়েছেন তিনি ।

লোহার কারখানায় কাজ করেন সাব্বির । কয়েকদিন আগেই দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায় । তারপর থেকে গৃহবন্দী অবস্থাতেই দিন কাটাচ্ছিলেন । বরাবরই লটারির টিকিট কাটতেন সাব্বির । এই লটারি একপ্রকার নেশায় পরিণত হয়েছিল তাঁর । কিন্তু এবার সেই টিকিটই তাঁকে কোটিপতি বানিয়ে দিল ।

প্রথম পুরস্কার জিতে সাব্বির বলেন, "কয়েকদিন আগে আমি চিকিৎসা করাতে কাঁথি গিয়েছিলাম । সেখানে 4 হাজার টাকা দিয়ে দু'টি লটারির টিকিট কিনি । এতদিন লটারির টিকিট কাটার কথা কাউকে বলিনি । শনিবার রাতে জানতে পারি, আমি 5 কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছি । প্রথমে ভুয়ো খবর ভেবেছিলাম । এমনকী আমার স্ত্রী ও পরিবারের সদস্যরাও বিশ্বাস করতে চাননি । সবাই হেসে উড়িয়ে দিচ্ছিল । রবিবার এজেন্টের কাছে গিয়ে বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এসেছি ।"

এদিকে লটারি জেতার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করেছে সাব্বিরের বাড়িতে । সাব্বিরের শ্যালক মুক্তার হোসেন আলি বলেন, "জামাইবাবুর লটারি পাওয়ার খবর পেয়ে রবিবার সকালেই বাড়িতে এসেছি । সকালে জামাইবাবু ফোন করে লটারি পাওয়ার কথা বলেন । তখন 1 কোটি টাকা পাওয়ার কথা বলেছিলেন । কিন্তু, এখানে এসে দেখলাম 1 কোটি নয়, ওটা 5 কোটি টাকার প্রথম পুরস্কার লেগেছে । আমি খুব আনন্দিত ।"

ABOUT THE AUTHOR

...view details