পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্ত্রীকে খুনের পর আত্মহত্যা যুবকের - wife killed

স্ত্রীকে খুনের পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা যুবকের। পটাশপুর থানার অমরষীকসবা গ্রামের ঘটনা। ঘটনার তদন্ত করছে পুলিশ।

pataspur murder
পটাশপুরে খুন

By

Published : Jun 4, 2020, 6:46 AM IST

পটাশপুর, 4 জুন : পারিবারিক অশান্তির জের ? গলায় কাটারির কোপ মেরে স্ত্রীকে খুনের পর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মৃতদের নাম করুণা বেরা(26) ও অনুপ বেরা(32)। গতকাল বিকেলে পটাশপুর থানার অমরষীকসবা গ্রামে ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এসে দম্পতির মৃতদেহ উদ্ধার করে । দম্পতির দুই সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, করুণার গলায় ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় অনুপ বেরার মৃতদেহ । ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

করুণার বাপের বাড়ির সদস্য সন্তোষ মণ্ডল বলেন, "খবর পেয়ে এসে দেখি ,করুণা জুতো পড়ে মাটিতে লুটিয়ে রয়েছে । তাঁর গলায় খুনের চিহ্ন রয়েছে । আমি এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে ওরা জানায় , অনুপ স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়ে বলে আমি স্ত্রীকে খুন করেছি। আপনারা তাড়াতাড়ি পুলিশকে ডাকুন । এরপর বাড়ি গিয়ে দরজা বন্ধ করে দেয়। ভিতর থেকে তালা লাগিয়ে দেয়। তারপর ছাদের উপরে উঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।"

করুণার বাপের বাড়ির আরেক সদস্য ভরত মণ্ডল বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা আসি। এসে দেখি, করুণা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তাঁর পাশে একটি কাটারি পড়ে ।"

পটাশপুর থানার OC চন্দ্রকান্ত শাসমল বলেন, "খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থান থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে । এবং একটি কাটারি উদ্ধার করে । প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশের তরফে একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । এর পিছনে আলাদা কোনও রহস্য আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।"

ABOUT THE AUTHOR

...view details