কলকাতা, 19 জুলাই: নন্দীগ্রামে বিজেপির বিজয়ী প্রার্থীদের হেনস্থা করছে পুলিশ । যার ফলে বোর্ড গঠন আটকে যাচ্ছে । এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজয়ী প্রার্থী । অভিযোগ, নন্দীগ্রামে বিজয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করে সেখানে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে দিচ্ছে পুলিশ । অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মধ্যে এক জনসভায় হুঁশিয়ারি দেন, নন্দীগ্রামে জেতা বিজেপি প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে । অভিযোগ, তারপর থেকে পুলিশ অতি সক্রিয় হয়ে জয়ী বিজেপি প্রার্থীদের হেনস্থা করছে । বার বার হেনস্থার ফলে বোর্ড গঠন করা যাচ্ছে না বলেই হাইকোর্টে মামলা করেন বিজেপি প্রার্থীরা । বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । সম্ভবত আগামিকাল এই মামলার শুনানি ।
বেশ কয়েকদিন আগে তৃণমূল সাংসদ ও তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জেলায় আক্রান্ত কর্মীদের এসএসকেএম হাসপাতালে দেখতে গিয়ে সোচ্চার হন । তারপর থেকেই বিভিন্ন এলাকায় পুলিশ অতিসক্রিয় হয়েছে বলে অভিযোগ । হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারেরও কড়া সমালোচনা করেছিলেন অভিষেক । জানিয়েছিলেন, হাইকোর্টের একজন বিচারপতির জন্য বিচারব্যবস্থা কলুষিত হচ্ছে । ওই বিচারপতি দিল্লির অঙ্গুলিহেলনে চলেন বলেও জানান তিনি ।
Calcutta High Court: পুলিশি হেনস্থার অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা - হাইকোর্টে নন্দীগ্রামের একাধিক বিজয়ী প্রার্থী
জেতার পরেও চলছে পুলিশি হেনস্থা ৷ এই অভিযোগে সরব হয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থীরা ৷
অভিষেক বলেন, "এত কিছুর পরও তৃণমূলের ভোট বেড়েছে । বিজেপির ভোট কমেছে । নন্দীগ্রামের বেশ কয়েকজন বিজেপি কর্মীর নাম উল্লেখ করে বলেন তাঁদের হাইকোর্টের বিচারপতি সুরক্ষা দিয়ে রাখার জন্য পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না । এদিকে তাঁরা এলাকায় দৌরাত্ম্য দেখাচ্ছে ।" জয়ী বিজেপি প্রার্থীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে পরই নন্দীগ্রামে পুলিশ অতি সক্রিয় হয়ে উঠেছে । বিভিন্ন ভুয়ো কারণ দেখিয়ে চড়াও হচ্ছে বিজেপি প্রার্থীদের উপর । যার জেরে তাদের এলাকায় পঞ্চায়েতে বোর্ড গঠনে অসুবিধা হচ্ছে ৷
আরও পড়ুন : লোকসভা ভোটে বাবার কেন্দ্রে প্রার্থী এবার শুভেন্দু ! দেওয়াল লিখন শুরু নিয়ে বিতর্ক