হলদিয়া, 2 ফেব্রুয়ারি : চলতি মাসের 7 তারিখ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ৷ হলদিয়া পেট্রো কেমিক্যালের সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ বিজেপি সূত্রের খবর, হলদিয়া হেলিপ্যাড ময়দানে জনসভা করতে পারেন নরেন্দ্র মোদি ৷ ইতিমধ্যেই জনসভার প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন জেলা ও রাজ্যের বিজেপি নেতৃত্ব ৷
আর পড়ুন : দিল্লিতে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, ডাক পেলেন শুভেন্দু-রাজীবও
বৈঠক শেষে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা সভার পর্যবেক্ষক সঞ্জয় সিং বলেন, "সরকারি অনুষ্ঠান শেষে একটি সভা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম ৷ এতে দলীয় কর্মীরাও চাঙ্গা হয়ে যাবে ৷ পাশাপাশি আমরা চাই সরকারি অনুষ্ঠানে যে সমস্ত প্রকল্পগুলির শিলান্যাস হবে, সভার মাধ্যমে সাধারণ মানুষকে সেগুলি সম্পর্কে অবগত হোক ৷ সম্মতি মিলেছে ৷ সেই কারণেই আজ প্রস্তুতি বৈঠক সারলাম ।"