নন্দীগ্রাম, 10 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে তিনি ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পান ৷ অন্ধকারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনই হয়তো নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷ কিন্তু এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন যে এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন ৷ আপাতত কলকাতার এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ি হাসপাতালের সামনে আসতেই গো ব্যাক স্লোগান দেওয়া হয় ৷
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল, মঙ্গলবার তিনি নন্দীগ্রামে পৌঁছন ৷ এদিন দিনভর বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন ৷ তাছাড়া হলদিয়াতে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন তিনি ৷ তার পর সন্ধ্যাতেও তিনি নন্দীগ্রামে ছিলেন ৷ আরও দু’দিন তাঁর সেখানে থাকার কথা ছিল ৷
কিন্তু তার আগেই বিপত্তি ঘটল নন্দীগ্রামের বিরুলিয়াতে ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে সেখানে গাড়ির সামনের আসনের পাশে থাকা পাটাতনে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন ৷ সেই সময় ধাক্কাধাক্কি হয় ৷ আর তাতেই পায়ে চোট পান মুখ্যমন্ত্রী ৷ এর জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন ৷
তার মধ্যেও মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ৷ তাঁর দাবি, এই ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে ৷ তাঁকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেওয়া হয়েছে ৷ ঘটনাস্থলে কোনও পুলিশ ছিল না ৷ এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও মমতা সংবাদমাধ্যকে বলেন ৷