কাঁথি, 10 জানুয়ারি: রাস্তায় ময়লার স্তুপের মধ্যে যততত্র পড়ে রয়েছে বেশ কয়েকটি সাদা আইডি কার্ডের মতো কিছু ৷ হঠাৎ পথচলতি মানুষের চোখে পড়ে সেগুলি ৷ সামনে এসে তারা দেখে কতকগুলি ভোটার কার্ড পড়ে রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার (Contai Municipality) 9 নম্বর ওয়ার্ডে । এই ঘটনায় অবাক হয়ে যায় স্থানীয়রা ৷ হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায় ৷ খবর ছড়িয়ে পড়ে আসে পাশে (Voter ID cards found in pile of garbage on road)৷
সোমবার রাতে ঘটনাটি ঘটে ৷ উত্তর কাঁথির বিজেপির বিধায়ক সুমিতা সিনহার বাড়ির পিছনে রাস্তার পাশে ময়লা ফেলার জায়গায় সচিত্র পত্র বা ভোটার আই কার্ডগুলিকে পাওয়া যায় । তার মধ্যে ওই ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড যেমন ছিল । অন্য ওয়ার্ডেরও বাসিন্দাদের ভোটার আইডি কার্ড ছিল বলে জানা গিয়েছে । পথ চলতি মানুষেরা দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন । কাউন্সিলরের প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন । তাতে দেখা যায় নতুন ও পুরনো দুই রকমেরই কার্ড রয়েছে ।
তবে এই সব ভোটার কার্ড আসল না নকল, তা নিয়ে ওয়ার্ডের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা । যদিও উদ্ধার হওয়া সচিত্র পরিচয় পত্রে স্থানীয় ওয়ার্ডবাসী-সহ আরও বাইরের অন্য ওয়ার্ডের বাসিন্দার ঠিকানা রয়েছে । তবে এই কার্ডগুলি কারা ব্যবহার করত, তারা কী কী কাজে লাগাতো, সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷