পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Voter Cards in Garbage: বিজেপি বিধায়কের বাড়ির পাশের ময়লার স্তুপে মিলল ভোটার কার্ড, হুলস্থুল এলাকায় - Voter ID cards found in pile of garbage on road

শহরের রাস্তায় পাশে পড়ে রয়েছে ভোটার আই কার্ড (Voter Cards in Garbage) ৷ কাঁথিতে এই ঘটনায় ছড়াল চাঞ্চল্য ৷ আসল না নকল ভোটার কার্ড তাই নিয়ে শুরু হয়েছে তরজা ৷ বিজেপি ঘটনায় আঙুল তুলছে শাসকদলের দিকে ৷ তবে তৃণমূল পালটা বিঁধেছে বিরোধী শিবিরকে ৷

Contai Municipality
Voter Cards in Garbage

By

Published : Jan 10, 2023, 12:12 PM IST

ময়লার স্তুপে পাওয়া গেল ভোটার কার্ড

কাঁথি, 10 জানুয়ারি: রাস্তায় ময়লার স্তুপের মধ্যে যততত্র পড়ে রয়েছে বেশ কয়েকটি সাদা আইডি কার্ডের মতো কিছু ৷ হঠাৎ পথচলতি মানুষের চোখে পড়ে সেগুলি ৷ সামনে এসে তারা দেখে কতকগুলি ভোটার কার্ড পড়ে রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার (Contai Municipality) 9 নম্বর ওয়ার্ডে । এই ঘটনায় অবাক হয়ে যায় স্থানীয়রা ৷ হুলস্থুল কাণ্ড বেঁধে যায় এলাকায় ৷ খবর ছড়িয়ে পড়ে আসে পাশে (Voter ID cards found in pile of garbage on road)৷

সোমবার রাতে ঘটনাটি ঘটে ৷ উত্তর কাঁথির বিজেপির বিধায়ক সুমিতা সিনহার বাড়ির পিছনে রাস্তার পাশে ময়লা ফেলার জায়গায় সচিত্র পত্র বা ভোটার আই কার্ডগুলিকে পাওয়া যায় । তার মধ্যে ওই ওয়ার্ডের বাসিন্দাদের কার্ড যেমন ছিল । অন্য ওয়ার্ডেরও বাসিন্দাদের ভোটার আইডি কার্ড ছিল বলে জানা গিয়েছে । পথ চলতি মানুষেরা দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন । কাউন্সিলরের প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন । তাতে দেখা যায় নতুন ও পুরনো দুই রকমেরই কার্ড রয়েছে ।

তবে এই সব ভোটার কার্ড আসল না নকল, তা নিয়ে ওয়ার্ডের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা । যদিও উদ্ধার হওয়া সচিত্র পরিচয় পত্রে স্থানীয় ওয়ার্ডবাসী-সহ আরও বাইরের অন্য ওয়ার্ডের বাসিন্দার ঠিকানা রয়েছে । তবে এই কার্ডগুলি কারা ব্যবহার করত, তারা কী কী কাজে লাগাতো, সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

যদিও বিজেপি এ বিষয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়ছে না ৷ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "ভোট জালিয়াতি করা, ফলস ভোটিং করানোর জন্য সাধারণ মানুষের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া, ডুবলিকেট ভোটার কার্ড বানিয়ে নেওয়া, এই ধরনের কাজে তৃণমূল সিদ্ধস্ত । সারা বাংলা জুড়ে এইভাবে এক সময় তারা ভোট করিয়েছে এবং করছে । আরসি ভোটার কার্ড নিয়ে বিভিন্ন সময় ফলস ভোটিং করেছে । সেই কাজ করতে গিয়ে দেখছে বর্তমান নির্বাচন কমিশন বিভিন্নভাবে কঠোর হচ্ছে । তাই তারা রাস্তার পাশে ফেলে দেয় কার্ডগুলি ।"

আরও পড়ুন:টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার আইসিকে তলব করল সিবিআই

তবে বিজেপির আনা অভিযোগ মানতে নারাজ তৃণমূল ৷ উলটে বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ৷ তিনি বলেন, "আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না ৷ রাস্তায় কোথায় ভোটার কার্ড পড়ে রয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ৷ আমাদের কোনও উদ্দেশ্য নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে রাস্তায় ফেলে দেব ৷ বিজেপি এখন সব বিষয়েই তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে ৷ পুলিশকে বলবো ঘটনার তদন্ত করতে ৷ তদন্তের পরেই জানা যাবে ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details