তমলুক, 8 অক্টোবর : নৌকা নিয়ে ঘুরতে গেছিল মাইতি পরিবারের ছয় ভাইবোন ৷ গ্রামে মাছ চাষের জন্য ঝিলে থাকা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল তারা ৷ ঝিলের মাঝে যাওয়ার পর হঠাৎ উলটে যায় নৌকাটি ৷ ভাসমান বাঁশ ধরে সাঁতরে চারজন পাড়ের দিকে উঠে এলেও উঠে আসতে পারেনি সুতপা মাইতি (21) ও উজ্জ্বল মাইতি (15) ৷
দশমীর দিনে জলে তলিয়ে মৃত একই পরিবারের 2 - তমলুক
নৌকা নিয়ে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দু'জনের ৷ ছয় ভাইবোন মিলে নৌকা নিয়ে ঘুরতে গেছিল তারা ৷ নৌকা হঠাৎ উলটে গেলে চারজন সাঁতরে পাড়ে এলেও দু'জন জলে তলিয়ে যায় ৷
তমলুক
দীর্ঘক্ষণ খোঁজার পর দু'জনকে উদ্ধার করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তমলুক থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ দু'টিকে তমলুক হাসপাতালে পাঠানো হয় ৷
মৃতদের আত্মীয় উত্তমকুমার গুছাইত জানান, গ্রামবাসীরা নৌকাটিকে উদ্ধার করতে পারলেও ওদের তখনও খুঁজে পাওয়া যায়নি ৷ প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর ওদের যখন পাওয়া গেল তখন প্রায় সব শেষ ৷ স্থানীয় চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি ভাইবোনকে ৷
Last Updated : Oct 8, 2019, 8:12 PM IST