পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Job Aspirants: চাকরির নামে প্রতারণা ! অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রী ও ছেলেকে গাছে বেঁধে মার - Job Aspirants

তৃণমূল নেতা(TMC leader) শিবশঙ্কর নায়ক চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এই অভিযোগ করেন 15 জন চাকরিপ্রার্থী-সহ(Job Aspirants)তাঁদের পরিবারের লোকজন ৷ টাকা ফেরত না পেয়ে ক্ষোভে চাকরি প্রার্থী ও তাঁদের পরিবারের লোকেরা মারধর করেন তৃণমূল নেতার স্ত্রী-ছেলেকে ।

TMC leader family beaten up by aspirants
TMC leader family beaten up by aspirants

By

Published : Aug 6, 2022, 6:02 PM IST

ভগবানপুর(পূর্ব মেদিনীপুর), 6 অগস্ট: চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধে বেধড়ক মারধর করলেন চাকরিপ্রার্থীরা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকার কোটবাড় গ্রামে । শুধু তাই নয়, তৃণমূল নেতার স্ত্রী যিনি খোদ পঞ্চায়েত সমিতির সদস্য তাঁকেও মাটিতে ফেলে মারধর করেন চাকরি প্রার্থীরা।

অভিযোগ, তৃণমূল নেতা শিবশঙ্কর নায়ক চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন । টাকা ফেরত না-পেয়ে ক্ষোভে চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবারের লোকেরা এমন ঘটনা ঘটায় । চাকরিপ্রার্থীরা প্রথমে ওই নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান । এরপর বাড়ি ভাঙচুর ও মারধর করেন তৃণমূল নেতার স্ত্রী মলিনা নায়ক ও ছেলেকে । এমনকী আক্রোশ বসত তৃণমূল নেতার ছেলেকে গাছে বেঁধেও মারধর করতে দেখা যায় তাঁদের(TMC leader son wife beaten up by aspirants for alleged job fraud in Bhagabanpur) ।

এছাড়াও চাকরি প্রার্থীরা তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ধরনা করতে থাকে । অভিযুক্ত তৃণমূল নেতা শিবশঙ্কর নায়ক ঘর থেকে পালিয়ে যায় । বিক্ষোভকারীরা ঘরের ভিতরে ঢুকতে গেলে পঞ্চায়েত সদস্যা বাধা দেন ৷ এরপর তাঁকে বাড়ির বাইরে টেনে এনে মাটিতে ফেলে ব্যাপক মারধর করেন জনাকয়েক অভিযোগকারী মহিলা । শয়ে শয়ে গ্রামবাসীরা দাঁড়িয়ে দেখেন সেই দৃশ্য ।

আরও পড়ুন:প্রাথমিকে চাকরির নামে প্রতারণা! 4 লক্ষ টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

এ দিন প্রায় 15 জন চাকরিপ্রার্থী-সহ তাঁদের পরিবারের লোকজন চড়াও হয় ওই তৃণমূল নেতার বাড়িতে ।

চাকরি প্রার্থী ও তাঁদের পরিবারের লোকেরা মারধর করেন তৃণমূল নেতার স্ত্রী-ছেলেকে

ABOUT THE AUTHOR

...view details