পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP নেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - lockdown

রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে BJP নেতাকে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ।

পূর্ব মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর

By

Published : Apr 7, 2020, 11:30 PM IST

পটাশপুর, 7 এপ্রিল : BJP নেতাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চকবেলদা এলাকার ঘটনা । আক্রান্ত BJP নেতার নাম কৃষ্ণগোপাল দাস ৷

রবিবার কৃষ্ণগোপাল দাসকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ৷ সেই সঙ্গে টাকা, সোনার আংটি, মোটর সাইকেলও লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা । এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই BJP নেতা ।

কৃষ্ণগোপালবাবু বলেন, রবিবার সন্ধ্যায় তৃণমূলের কয়েকজন কর্মী-সমর্থক তাঁর উপর চড়াও হয় ৷ তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয় ৷ খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটাশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করেন স্থানীয় BJP কর্মীরা । সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে । এই ঘটনায় পটাশপুর থানা অভিযোগ দায়ের করা হয়েছে ।

এবিষয়ে কাঁথির সাংগঠনিক জেলার BJP সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, লকডাউনের মধ্যে তৃণমূল পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় অশান্তি তৈরি করছে । বেছে বেছে BJP কর্মী-সর্মথকদের মারধর ও তাঁদের বাড়ি ভাঙচুর করছে । এলাকার বাসিন্দারা তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । মানুষ এর যোগ্য জবাব দেবে ।

যদিও অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতা পীযুষ পান্ডা বলেন, "কৃষ্ণগোপালের নামে পটাশপুর থানায় একাধিক অভিযোগ রয়েছে । লকডাউনে মাঝে এলাকায় সন্ত্রাস তৈরি করতে গিয়েছিল । গ্রামবাসীরা ধরে মারধর করেছে । এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ।"

ABOUT THE AUTHOR

...view details