কোলাঘাট, 25 সেপ্টেম্বর : আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন 'পথবন্ধু' নামের একটি অ্যাপ ৷ অ্যাপের কাজ হল, যে সব রাস্তা দুর্ঘটনা প্রবণ, সে সব রাস্তায় চায়ের দোকান ,পানের দোকান এবং বিভিন্ন স্থানীয় দোকানদারদেরের মাধ্যমে সংযোগ স্থাপন করা এবং অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা ৷ এর মাধ্যমে স্থানীয় দোকানদাররা কোনও দুর্ঘটনা ঘটলে জানাতে পারবেন ৷ এর ফলে দ্রুত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে ৷ ফলে চিকিৎসার ব্যবস্থা করা যাবে ৷
পথ দুর্ঘটনা এড়াতে এবার 'পথবন্ধু' অ্যাপ - kolaghat
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন 'পথবন্ধু' নামের একটি অ্যাপ ৷ অ্যাপের কাজ হল, যে সব রাস্তা দুর্ঘটনাপ্রবণ, সে সব রাস্তায় চায়ের দোকান-পানের দোকান এবং বিভিন্ন স্থানীয় দোকানদারদেরের মাধ্যমে সংযোগ স্থাপন করা এবং অ্যাপের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা ৷
গতকাল বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহপুর গ্রামে সফরের পর আজ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা আধিকারিকদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই তিনি উদ্বোধন করেন "পথবন্ধু" অ্যাপটির ৷ এরপরই তিনি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সংক্রান্ত বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করেন ৷ তিনি বলেন, এবার থেকে কেন্দ্রীয় সড়ক যোজনা পাশাপাশি বাংলা সড়ক যোজনা ,বাংলা আবাস যোজনা নাম লিখতে হবে , না লেখা হলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ এছাড়াও তিনি পুলিশের বিরুদ্ধে 306 অভিযোগের কথাও বলেন ৷ এরপর তিনি বিভিন্ন ব্লকের ব্রিজ সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর করেন ৷