পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari: জেলার পুলিশ আধিকারিকরা কার্বাইড দিয়ে পাকানো মাল, কটাক্ষ শুভেন্দুর - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুজো উদ্বোধনের পর পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা (BJP Leader) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । জেলার পুলিশ আধিকারিকরা কার্বাইড দিয়ে পাকানো মাল বলে কটাক্ষ করেন তিনি ৷

Suvendu Adhikari criticises police officers during Vishwakarma Puja speech
Suvendu Adhikari criticises police officers during Vishwakarma Puja speech

By

Published : Sep 17, 2022, 6:53 PM IST

কাঁথি(পূর্ব মেদিনীপুর), 17 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথকে ও এসডিপিও রাহুল পান্ডেকে দালাল বলে কটাক্ষ করলেন শুভেন্দু (Suvendu Adhikari criticises police officers) । তিনি বলেন, "এরা সব কার্বাইড দিয়ে পাকানো মাল, এরা কিছু করতে পারবে না । 80 ভাগ লোক আমার সঙ্গে আছে । আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না । আমি ঠিক সময়ে সিগনাল দেব ।"

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) 73তম জন্ম দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার (BJP) আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । উদ্বোধন করেতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । এর পাশাপাশি বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja) উদ্বোধন করেন তিনি । পুজো উদ্বোধনের পর পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা (BJP Leader) শুভেন্দু অধিকারী ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে 15 দিন ব্যাপী সেবা পক্ষের সূচনা করা হয় এদিন । এরপরই এসপি অমরনাথকে এবং এসডিপিও রাহুল পান্ডেকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, "এরা সবাই দালাল, এরা সবাই কার্বাইড দিয়ে পাকানো মাল । এরা কিছু করতে পারবে না ।"

জেলার পুলিশ আধিকারিকরা কার্বাইড দিয়ে পাকানো মাল, কটাক্ষ শুভেন্দুর

আরও পড়ুন:'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ'; কাঁথিতে শুভেন্দুর নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

হাইকোর্টের (High Court) নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) ৷ ইন্টারভিউতে 187 জনের ডাক পাওয়া নিয়ে কটাক্ষ করেন এদিন শুভেন্দু । বিরোধী দলনেতা বলেন, "হাইকোর্ট আছে বলেই মানুষরা চাকরি পাচ্ছে ৷ পশ্চিমবঙ্গের অনার্স, মাস্টার ডিগ্রি যুক্ত লোকেদের কি করতে হবে সেটা খড়্গপুরে বসে মাননীয়া মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলে দিয়েছেন । হলদিয়ায় বিশ্বকর্মা পুজো খুব বড় করে হয়, এখনও দেখতে পেলাম না কেউ চা মুড়ি ঘুগনি বিক্রি করছে ।"

ABOUT THE AUTHOR

...view details