পূর্ব মেদিনীপুর, 17 নভেম্বর: ধরে ধরে 1100টি মোবাইল নম্বরের বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কিন্তু কেন ?
গত সোমবার 'গেট ওয়েল সুন' কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস । এরপর একাধিক তৃণমূল কর্মী-সমর্থকরা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে গোলাপ ফুল ও গ্রিটিংস কার্ড নিয়ে হাজির হওয়ার সময় রাজ্য পুলিশ রাস্তায় তাঁদের আটকে দেয় । পরে পুলিশের হাতে গোলাপ ফুল ও গ্রিটিংস কার্ড তুলে দেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও যুব তৃণমূলের নেতাকর্মীরা । শুভেন্দু অধিকারীকে কাছে না-পেয়ে তাঁর হোয়াটসঅ্যাপে সুস্থতা কামনা করে মেসেজ পাঠান । পালটা শুভেন্দু অধিকারীও তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল মেসেজ করেন বলে অভিযোগ । বৃহস্পতিবার বিরোধী দলনেতা তাঁর আইনজীবী শ্রীকৃষ্ণ মাইতির মাধ্যমে তমলুক সাইবার ক্রাইম থানায় ওই প্রতিটা নম্বর দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ।