পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams Mamata: রাজনীতিতে সবথেকে বড় গদ্দারের নাম মমতা, কটাক্ষ শুভেন্দুর - ঠাকুরনগরে জনসভা বিজেপির

সোমবার পালটা জবাব দেবেন, আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ ভরা জনসভায় মুখ্যমন্ত্রীকে প্রতি পদক্ষেপে বিঁধতে ছাড়েননি নন্দীগ্রামের বিধায়ক ৷

Etv Bharat
খেজুরির সভা থেকে মমতাকে তোপ শুভেন্দুর

By

Published : Apr 10, 2023, 10:48 PM IST

Updated : Apr 11, 2023, 8:22 AM IST

খেজুরির সভা থেকে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, 10 এপ্রিল: গত সোমবার অর্থাৎ 3 তারিখ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পালটা সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ৷ দিনটা সেই সোমবার ৷ স্থানও সেই খেজুরি ঠাকুরনগর ৷ সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা, জনসভা থেকে কটাক্ষ শুভেন্দুর ৷

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার ঠাকুরনগরে জনসভা ছিল বিজেপির। চাকরি চোরদের জেলে পাঠাতে ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঠাকুরনগর চলোর ডাক দিয়েছিল কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ-কেও আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

খেজুরির জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনীতিতে বড় 'গদ্দার' বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমাকে গদ্দার বলেছে সভা থেকে ! ভারতবর্ষের রাজনীতিতে সবথেকে বড় গদ্দার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 1998 সালে রাজীব গান্ধীর হাত ছেড়ে চলে এসেছিলেন তিনি। অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারতেন না।" বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, "মাত্র কয়েক হাজার লোক নিয়ে চোরেদের রানী ( মমতা বন্দ্যোপাধ্যায়) খেজুরিতে সভা করেছিলেন। অনেকেই আবার ভোটার নয়, তাদেরও নিয়ে এসেছিলেন এই সভায়। অনেকে আবার হেলিকপ্টার দেখতে এসেছিলেন। সাইকেল দেবে বলে 4000 ছেলে ও মেয়েকে সভায় ডেকে নিয়ে এসেছিলেন।"

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ : এফআইআর শুভেন্দু-সৌমেন্দুর বিরুদ্ধে, গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ

পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথকে পিসি ও ভাইপোর 'চটি চাটা' বলেও এক হাত নেন বিরোধী দলনেতা শুভেন্দু ৷ বলেন, "আড়াই হাজার সিভিক ভলেন্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় সভায় উপস্থিত করিয়ে ছিলেন। যাতে কেউ বিক্ষোভ দেখাতে না পারেন । এই সভায় 99 ভাগ ভোটার রয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় খেজুরির সভায় আসছেন বলে 25টা ব্লক ও 16টি বিধানসভা থেকে লোক ভর্তি করা হয়েছিল। তবুও মাঠ ভরাতে পারেননি।"

উল্লেখ্য, গত সোমবার খেজুরিতে সরকারি সভা থেকে কেন্দ্রীয় সরকার ও নাম না করে শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরই পালটা জবাবি সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের উত্তর দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন বিরোধী দলনেতা ৷ সেই মত আজ, সোমবার খেজুরির ঠাকুরনগরে বড়সড় জনসভা করার প্রস্তুতি নিয়েছিল গেরুয়া শিবির। সভামঞ্চ থেকে বক্তব্য শুরু করার পর থেকেই রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

Last Updated : Apr 11, 2023, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details