পূর্ব মেদিনীপুর, 10 এপ্রিল: গত সোমবার অর্থাৎ 3 তারিখ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পালটা সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ৷ দিনটা সেই সোমবার ৷ স্থানও সেই খেজুরি ঠাকুরনগর ৷ সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে একাধিক বিষয়ে তোপ দাগেন বিরোধী দলনেতা ৷ রাজনীতিতে সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা, জনসভা থেকে কটাক্ষ শুভেন্দুর ৷
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার ঠাকুরনগরে জনসভা ছিল বিজেপির। চাকরি চোরদের জেলে পাঠাতে ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে ঠাকুরনগর চলোর ডাক দিয়েছিল কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি। এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ-কেও আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
খেজুরির জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের রাজনীতিতে বড় 'গদ্দার' বলে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "আমাকে গদ্দার বলেছে সভা থেকে ! ভারতবর্ষের রাজনীতিতে সবথেকে বড় গদ্দার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 1998 সালে রাজীব গান্ধীর হাত ছেড়ে চলে এসেছিলেন তিনি। অটল বিহারী বাজপেয়ী আশ্রয় না দিলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠতে পারতেন না।" বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক আরও বলেন, "মাত্র কয়েক হাজার লোক নিয়ে চোরেদের রানী ( মমতা বন্দ্যোপাধ্যায়) খেজুরিতে সভা করেছিলেন। অনেকেই আবার ভোটার নয়, তাদেরও নিয়ে এসেছিলেন এই সভায়। অনেকে আবার হেলিকপ্টার দেখতে এসেছিলেন। সাইকেল দেবে বলে 4000 ছেলে ও মেয়েকে সভায় ডেকে নিয়ে এসেছিলেন।"