সুকান্ত মজুমদারের বক্তব্য কলকাতা, 27 ফেব্রুয়ারি:"আগামিকাল আমি কোচবিহার যাচ্ছি, দেখতে চাই কত বড় মস্তান তৃণমূলের আছে ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও এবং সম্প্রতি তাঁর গাড়ির উপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে সোমবার এভাবেই শাসকদলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar attacks TMC)৷
বিজেপি'র অভিযোগ, সম্প্রতি একাধিকবার শাসকদলের নিশানায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) । উল্লেখ্য, কয়েকদিন আগেই তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ এরপর শনিবারও দিনহাটার বুড়িরহাটে হামলা চালানো হয় নিশীথের কনভয়ে ৷ ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাঁচ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অভিযোগ, তাঁর প্রাণনাশের উদ্দেশ্যেই বোমা, গুলি ছোড়া হয় ওইদিন ৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটায় বলে তাঁর অভিযোগ ৷
শনিবারের ঘটনায়, বিজেপি'র 28 জন নেতাকর্মীর বিরুদ্ধে সতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ । 21 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ সেই প্রসঙ্গ তুলে এদিন পূর্ব মেদিনীপুরে মারিজদহে সরব হয়েছেন সুকান্ত মজুমদার ৷ নাম না-করে চ্যালেঞ্জ ছুড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ৷ তিনি বলেন, "মার খেল বিজেপি, গাড়ি ভাঙা হল কেন্দ্রীয় মন্ত্রীর আর এফআইআর হচ্ছে বিজেপি নেতাদের বিরুদ্ধে । আমি কালকে কোচবিহার যাব ৷ দেখতে চাই কত বড় মস্তান তৃণমূল কংগ্রেসের আছে। সময় এসেছে তাঁদের লেজ কাটার । আর ওদের যে লুঙ্গি বিধায়ক, লুঙ্গি মন্ত্রী আছে তাঁকেও দেখতে চাই আমি, যে তার কত বড় দম আছে ।"
আরও পড়ুন: কলেজে নিয়োগেও দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ চাকরি প্রার্থীরা
সুকান্ত এদিন আরও বলেন, "স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এটা অন্য কোনও রাজ্যে কেউ ভাবতে পারে । আমাদের বিরোধীদের শাসিত বহু রাজ্য আছে । কোথাও এরকম হবে না কোথাও এরকম হওয়া সম্ভব নয় । ভারতের সংবিধান তাহলে কোথায় গেল এ তো সংবিধানের উপরে হামলা হচ্ছে ।" এছাড়াও রাজ্যে 356 ধারা লাগু করার কথাও বলেন তিনি ৷ জানান, রাজ্য সরকার আসলে কেন্দ্র সরকারকে উস্কাচ্ছে, কিন্তু এভাবে যদি আইন-শৃঙ্খলার অবনতি হতে থাকে তাহলে এই ধারা লাগাবার কথা ভাবতে হবে ৷ একজন মন্ত্রীর ওপরে যদি এভাবে হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে ৷