পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রিপলের নিচে পরীক্ষা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা - দেশপ্রাণ মহাবিদ্যালয়

স্কুলের ছাদ তো দূরের কথা, নেই টালির চালাও ৷ মাথার উপর ছাউনি বলতে একটি পাতলা সাদা রঙের ত্রিপল ৷ তাও আবার হাওয়াতে উড়ে যাওয়ার অবস্থা ৷ এরই মধ্যে হল পরীক্ষা ৷ স্কুলের এই অবস্থার মধ্যে পরীক্ষা দিতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বলে ক্ষোভ উগরে দিলেন পরীক্ষার্থীরা ৷

east midnapore
দূরমুঠ বিদ্যাসাগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র

By

Published : Feb 14, 2020, 10:32 PM IST

কাঁথি, 14 ফেব্রুয়ারি : মাথার উপর ছাউনি ত্রিপল ৷ তার নিচে বসেই চলল পরীক্ষা ৷ এভাবেই প্রথম বর্ষের বাংলা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হল পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকের দূরমুঠ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে । পরীক্ষার্থীর সংখ্যা 1140 । পরীক্ষার্থীরা প্রত্যেকেই রামনগর কলেজের ছাত্র-ছাত্রী ৷ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের বাংলা ঐচ্ছিক পরীক্ষা দিতে আসেন ওই পরীক্ষার্থীরা । দেশপ্রাণ মহাবিদ্যালয়ে এই পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক । 1140 পরীক্ষার্থীকে বসতে দেওয়ার জায়গায় নেই কলেজের মধ্যে । তাই কলেজের পাশে থাকা দূরমুঠ বিদ্যাসাগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রকে আজ ছুটি দিয়ে সেখানেই বসানো হল বাড়তি পরীক্ষার্থীদের ।

পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থী বীথিকা দত্ত বলেন, "আমরা এতদিন বিভিন্ন কলেজে পরীক্ষা দিতে গেছি, কিন্তু সবথেকে খারাপ অবস্থা এই কলেজের । আমরা যেখানে বসে পরীক্ষা দিচ্ছিলাম তার উপরে চালার বদলে ছিল ত্রিপলের ছাউনি । বাতাসে ত্রিপল উড়ে যাচ্ছে । তার ফলে রোদ এসে পড়ছিল গায়ে এবং খাতার উপরে । এতে আমাদের পরীক্ষা দিতে অসুবিধা হয়েছে । এবং কেউ যদি অসুস্থ হয়ে পড়ে , তার জন্য নেই কোনও মেডিকেলের ব্যবস্থা ।"

ত্রিপলের নিচে পরীক্ষা ছাত্র-ছাত্রীদের

স্কুল যে বন্ধ থাকবে তা জানানো হলেও কী কারণে বন্ধ রাখা হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ৷ স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মিলন মাইতি বলেন, "বিদ্যাসাগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কী কারণে বন্ধ রাখা হল, তা আমরা ঠিক জানি না ৷ আমাদের স্কুল কর্তৃপক্ষ কেউই কিছু জানায়নি ।" স্কুলে আজ মিড ডে মিল দেওয়া হচ্ছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, স্কুলের মিড ডে মিলও বন্ধ রয়েছে আজ ।

এই বিষয়ে দেশপ্রাণ কলেজের অধ্যক্ষ ডক্টর বিকাশ জানাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ইউনিভার্সিটি আমাদের পরীক্ষা পরিচালনার দায়িত্ব দিয়েছে ৷ তার জন্য যা যা ব্যবস্থা করার তা করেছি ।" আজ দেশপ্রাণ মহাবিদ্যালয়ে পরীক্ষার দায়িত্বে থাকা তাপস ভট্টাচার্য বলেন, " প্রিন্সিপাল আজকে কলেজে আসেননি । আজ বাংলা কম্পালসারি পরীক্ষা হচ্ছে । রামনগর কলেজের ছাত্র-ছাত্রীরা এখানে এসেছেন পরীক্ষা দিতে । আর প্রিন্সিপাল স্যারের নির্দেশেই এই পরীক্ষা হচ্ছে ।"

স্কুল বন্ধ রেখে কলেজের পরীক্ষা হওয়া নিয়ে বিদ্যাসাগর মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রাহ্মণ্যদেব ভট্টাচার্য বলেন, "আমাকে BDO স্কুল দেওয়ার জন্য বলেছিলেন ৷ তাই দিয়েছি । এ ব্যাপারে উনি আমাকে লিখিতভাবে কোনও কিছু জানাননি । যদিও আমি লিখিত চেয়েছিলাম বারবার ।"

এই বিষয়ে কাঁথি তিন নম্বর ব্লকের BDO নেহাল আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "বেশ কিছুদিন আগে প্রিন্সিপাল আমাকে একটি চিঠি দেন । সেই অনুযায়ী উনি বলেন যে উনার প্রায় 1125 জন পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা দেওয়ার জন্য । আর এতজনের বসার ব্যবস্থা তাঁর কাছে নেই । তাই যেন পাশের MSK শিক্ষা কেন্দ্রটি তাঁদের দেওয়া হয় পরীক্ষার জন্য । আমি নিজে গিয়ে প্রিন্সিপালকে নিয়ে ওখানে ভিজ়িট করি । এবং বলা হয়েছিল স্কুলের নতুন যে বিল্ডিং রয়েছে তাতেই শুধু পরীক্ষা নেওয়া হবে ।" কিন্তু ETV ভারতের ক্যামেরায় ধরা পড়ল অন্য চিত্র ৷ সেখানে দেখা যাচ্ছে ছাদ নেই , বাঁশের কাঠামোর উপর একটি সাদা ত্রিপল ৷ তাও আবার হাওয়াতে প্রায় উড়ে যাওয়ার অবস্থা ৷ এই বিষয়ে BDO-র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "চালা বিহীন ভাঙা ঘরের মধ্যে পরীক্ষার বিষয়টি আমার জানা নেই । বিষয়টি খতিয়ে দেখব ।" স্কুলের এই অবস্থার বিষয়ে জানতে চাওয়া হলে কাঁথি 3 ব্লকের বিদ্যালয় পরিদর্শক শান্তনু সিংহ বলেন, "ওই স্কুলের দায়িত্বে ব্লক রয়েছে তাই যা করার ব্লক করবে ৷ এ বিষয়ে আমি কিছু বলব না ।"

ABOUT THE AUTHOR

...view details