পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), 14 সেপ্টেম্বর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মুখ্য়মন্ত্রী ছবি দেওয়া একাধিক ফ্লেক্সে কালি লাগানো ও ছিঁড়ে দেওয়ার অভিযোগ (Smearing Ink on Mamata Banerjee Flex in Panshkura) ৷ মঙ্গলবার রাতে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ৷ তবে, স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বিজেপির বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ করা হয়েছে ৷ আজ খড়গপুরে দুই মেদিনীপুরের প্রশাসনিকম সভা মুখ্যমন্ত্রীর ৷ তার আগে এই ঘটনায় পাঁশকুড়ায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷
এ দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেছোগ্রাম থেকে জিঞ্জাদা পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একাধিক ফ্লেক্স কালিমাখা অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ কয়েকটি ফ্লেক্স ছিঁড়েও ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ আর সেই খবর হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গে ওই এলাকায় পৌঁছন স্থানীয় তৃণমূল নেতারা ৷ তাঁদের অভিযোগ, বিজেপির লোকজনই রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে ৷ স্থানীয় তৃণমূল কর্মীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে ৷ পরবর্তী সময়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷