তমলুক, ১১ মে : অসম রাইফেলসের এক জওয়ান শুক্রবার রাতে অসুস্থ হয়ে মারা গেছেন । তাঁর নাম অজয়কুমার ঠাকুর (36) । তমলুক জেলা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তিনি ভোটের ডিউটিতে রাজ্যে এসেছিলেন। অন্যদিকে, শনিবার দুপুরে কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলে সানস্ট্রোকে আক্রান্ত হন এক ভোটকর্মী । নাম কমল বাঙ্গাল । তিনি তমলুক জেলা হাসপাতালে ভরতি ।
ভোটের ডিউটিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু জওয়ানের
অসম রাইফেলসের এক জওয়ান শুক্রবার রাতে অসুস্থ হয়ে মারা গেছেন । তাঁর নাম অজয়কুমার ঠাকুর (36) । তিনি ভোটের ডিউটিতে রাজ্যে এসেছিলেন।
অসুস্থ প্রিজ়াইডিং অফিসার
অজয়কুমার তিন দিন আগে অসুস্থ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন । শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কমলবাবুর নন্দকুমার ব্লকের একটি বুথে প্রিজ়াইডিং অফিসারের ডিউটি ছিল। বুথে যাওয়ার আগে আজ দুপুরে তিনি DCRC-তে যখন ভোটের জিনিসপত্র বুঝে নিচ্ছিলেন, তখন অসুস্থ হয়ে জ্ঞান হারান। তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে চাপিয়ে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন সুস্থ আছেন।