সুতাহাটা, 2 সেপ্টেম্বর : ব্লক প্রশাসনের আধিকারিক, স্বাস্থ্য আধিকারিকের পর হলদিয়ায় এবার কোরোনায় আক্রান্ত হল পুলিশকর্মী । সুতাহাটা থানার ছ'জন কনস্টেবল ও এক সাব ইন্সপেক্টরের কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁরা পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল ও হলদিয়ার সেফ হোমে চিকিৎসাধীন ।
প্রতিদিন থানায় ও এলাকায় কাজের জন্য একাধিক মানুষের সংস্পর্শে আসতে হয় পুলিশকর্মীদের । সম্প্রতি সুতাহাটা থানার এক কনস্টেবল অসুস্থ হয়ে পড়েন । জ্বর ও কোরোনার একাধিক উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে । চিকিৎসকদের পরামর্শে ওই কনস্টেবল ও তাঁর সংস্পর্শে আসা থানার পাঁচ কনস্টেবল ও এক সাব ইনস্পেক্টরের কোরোনা পরীক্ষা করা হয় । গতকাল তাঁদের মধ্যে পাঁচ জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । আজ সকালে আরও দু'জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । এক কনস্টেবলকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে এবং উপসর্গ না থাকায় বাকি ছয় পুলিশকর্মীকে হলদিয়ার সেফহোমে রাখা হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে । থানা স্যনিটাইজ় করা হয়েছে । থানার তরফে জানানো হয়েছে, বর্তমানে স্বল্পসংখ্যক পুলিশকর্মী দিয়ে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে ।