কাঁথি, 25 জুন: কাঁথি 2 নম্বর ব্লকের দেশপ্রাণ এলাকার বসন্তিয়া গ্রামের 253 নম্বর বুথে কয়েকশো বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ ৷ সঙ্গে 2 বহিরাগত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ রবিবার সকালের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ অভিযোগ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ওরফে পিলু বারিক ওই দুই ধৃতকে বোমা বানানোর জন্য নিয়ে এসেছিল ৷ মূলত, ওই বুথে তৃণমূলের প্রতীক পাওয়া প্রার্থীর উপর হামলা চালাতেই নাকি বোমা তৈরি করা হচ্ছিল ৷ পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে ৷ খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে ৷
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে বসন্তিয়া গ্রামের 253 নম্বর বুথ এলাকার একটি জঙ্গলের ভিতরে পরিত্যক্ত বাড়িতে কয়েকজনের আনাগোনা দেখেন স্থানীয়রা ৷ সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা সেখানে যান এবং দেখেন ভিতরে দু'জন লোক বোমা বাঁধার কাজ করছেন ৷ সেখানে কয়েকশো বোমা তৈরি করে রাখা ছিল বলে অভিযোগ ৷ সেইসঙ্গে পেট্রল, লাল বোমা, সুতলি দড়ি, বারুদ-সহ বোমা তৈরির নানান সামগ্রী মজুত করা হয়েছিল ৷ গ্রামবাসীরা ওই দু’জন বহিরাগত দুষ্কৃতীকে ধরে ফেলেন এবং তাদের মারধরও করা হয় ৷
ধৃতরা জানিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ওরফে পিলু বারিক তাদের সেখানে নিয়ে এসেছে বোমা বাঁধার কাজ করার জন্য ৷ উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বসন্তিয়া গ্রামের 253 নম্বর বুথে তৃণমূলের প্রার্থীর পাশাপাশি একজন নির্দল প্রার্থীও রয়েছেন ৷ সেই নির্দল প্রার্থী সাহিদা বিবি সভাধিপতি উত্তম বারিকের সমর্থনে মনোনয়ন পেশ করেছেন ৷ অন্যদিকে, তৃণমূলের যিনি প্রতীক পেয়েছেন তিনি কাঁথি 2 নম্বর ব্লকের দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানার সমর্থিত প্রার্থী ৷