পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

90 লাখ বাঙালি মহিলা উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়েছেন : মোদি

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সরকারি কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধা পশ্চিমবঙ্গের 90 লাখ মহিলা পেয়েছেন৷ যাঁরা এই সুবিধা পান, তাঁদের মধ্যে 36 লাখ তফশিলি জাতি ও উপজাতির৷

90 লক্ষ বাঙালি মহিলা উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়েছেন : মোদি
90 লক্ষ বাঙালি মহিলা উজ্জ্বলা যোজনার সুবিধা পেয়েছেন : মোদি

By

Published : Feb 7, 2021, 7:23 PM IST

Updated : Feb 7, 2021, 7:40 PM IST

হলদিয়া, 7 ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধা পশ্চিমবঙ্গের 90 লাখ মহিলা পেয়েছেন৷ রবিবার এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়ায় সরকারি কর্মসূচিতে হাজির হয়েছিলেন তিনি৷ সেখানেই এই কথা বলেন প্রধানমন্ত্রী৷

নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের প্রথম দফায় চালু হয়েছিল উজ্জ্বলা যোজনা৷ এই প্রকল্পে দরিদ্রসীমার নিচের বাসিন্দাদের বিনামূল্যে এলপিজি গ্যাসের সংযোগ দেওয়া হয়৷ ভর্তুকিতে দেওয়া হয় গ্যাসের সিলিন্ডারও৷ সেই প্রকল্পেই বাংলার 90 লক্ষ নাম নথিভূক্ত হয়ে আছে বলে তিনি জানিয়েছেন৷ যাঁরা এই সুবিধা পান, তাঁদের মধ্যে 36 লক্ষ তফশিলি জাতি ও উপজাতির বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

এদিন হলদিয়া থেকে একাধিক প্রকল্পের সূচনা করেন৷ তার মধ্যে রয়েছে হলদিয়া এলপিজি ইমপোর্ট টার্মিনাল, ডোভি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন, রানিচকে চার লেনের রেল ওভার ব্রিজ ও ফ্লাইওভার৷ হলদিয়া রিফাইনারি ক্যাটালিটিক আইসো-ডিওয়াক্সিং ইউনিট৷ অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী-সহ অন্যরা উপস্থিত ছিলেন৷

আরও পড়ুন :বাংলা এবার তৃণমূলকে রাম কার্ড দেখাতে চলেছে : মোদি

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশে তেল ও গ্যাস সেক্টরের উন্নতিতে অনেক কাজ করা হয়েছে৷ গ্যাস পাইপলাইনের কাজের জন্য অনেক শ্রমিক কাজ পেয়েছেন৷ তাছাড়া তাঁর সরকারের সময় দেশে এলপিজি গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে৷ 2014 সালে 41 শতাংশ দেশবাসীর কাছে এলপিজি সংযোগ ছিল৷ এখন দেশের 99 শতাংশের বেশি পরিবারে এলপিজি সংযোগ রয়েছে৷

Last Updated : Feb 7, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details