পটাশপুর, 3 নভেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রবেশদ্বারের উদ্ঘাটন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী । আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ভবন ও প্রবেশদ্বার 54 লাখ টাকা খরচ করে নির্মিত করা হয়েছে ।
আজ প্রশাসনিক ভবন উদ্বোধন করতে এসে তিনি বলেন, "আমাদের ভারতের সংবিধানে ইংরাজিতে তিনটি শব্দ আছে । পুরো ব্যবস্থা চলবে ফর দা পিপল, বাই দা পিপল , অফ দা পিপল । দলের জন্য বা দলের দ্বারা নয় । আগে যারা ক্ষমতায় ছিল তারা এই ব্যবস্থা করে দিয়েছিল, রেশনকার্ড কে পাবে ,জবকার্ড কে পাবে , সবটা পার্টি দেখে । "
তিনি আরও বলেন, "যতই ক্ষমতার দম্ভ দেখান । মানুষই শেষ কথা বলে । আমি নন্দীগ্রামের লড়াইতে দেখেছি । তখনকার সরকার বলছিল , আমরা তো 235 । 30 জনের কথা শুনব কেন ?"
কী বললেন শুভেন্দু অধিকারী ? তিনি যে লিফটে ওঠেননি, সেই কথাও আজ মনে করিয়ে দেন পরিবহন মন্ত্রী । বলেন, "আমি ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেছি, কাউন্সিলর হয়ে শুরু করেছি ।"
অতীতের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, "2001 সালে বামফ্রন্টের কিরণময় নন্দের ভাই চৈতন্যময় নন্দ তৃণমূলের প্রার্থী হয়ে নিজের দাদার বিরুদ্ধে লড়াই না করার কথা ঘোষণা করেন । সেই সময় ওই কেন্দ্রে তৃণমূলের আসনে দল আমাকে লড়াই করতে বলেছিল । আমি লড়াই করেছি । 2004 সালে নেত্রী আমাকে বলেন দাঁড়াতে , আমি লড়াই করলাম । 2009 সালে আমি 1 লাখ 72 হাজার ভোটের ব্যবধানে জিতেছিলাম । আর 2014 সালে ব্যবধান হয়েছিল আড়াই লাখে । ভালো কাজ করলে, মানুষের সঙ্গে থাকলে, সমর্থন বাড়বে । আর ক্ষমতার দম্ভ দেখালে মানুষ সরিয়ে দেবে ।"