পটাশপুর, 3জুলাই : আমফান ক্ষতিপূরণ ও স্বজনপোষনের অভিযোগে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে । তৃণমূলের ব্লক সভাপতিকে ঘিরেপথ অবরোধ করেন গ্রামবাসীরা । চলে পুলিশের লাঠি । আহত পুলিশকর্মী সহ কয়েকজনগ্রামবাসী ।
তৃণমূলের ব্লক সভাপতিকে ঘিরে রণক্ষেত্র পটাশপুর - পটাশপুর
আমফান ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে বিক্ষোভ পূর্ব মেদিনীপুরের পটাশপুরে । এরপর তৃণমূলের ব্লক সভাপতিকে ঘিরে পথ অবরোধ করেন গ্রামবাসীরা । পরে পুলিশের সঙ্গেও শুরু হয় খন্ডযুদ্ধ ।
আজপটাশপুরে গ্রামবাসীরা মিলে আমফানের ক্ষতিপূরণ ও স্বজন পোষনের অভিযোগে এগরা- বাজকুলরাজ্য সড়কের মতিরামপুর বাজার অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । রাস্তা অবরোধেরখবর শুনে সেখানে পৌঁছান পটাশপুর ২ পঞ্চায়েতের সভাপতি চন্দন সাউ । এরপর তাঁকে ঘিরেওগ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । ঘটনাস্থানে পৌঁছান পটাশপুর থানারপুলিশবাহিনী ।
গ্রামবাসীদের সঙ্গে পুলিশের খন্ডযুদ্ধ শুরু হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ । ঘটনার জেরে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে । কয়েকটি বাস ও পুলিশের গাড়ি ও ভাঙচুর করা হয়েছে । এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে ।