হলদিয়া , 3 এপ্রিল : নিজা়মউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন হলদিয়ার ইঞ্জিনিয়র । তাঁর রিপোর্টে কোরোনা পজিটিভ । গতকাল গভীর রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের হাতে সেই রিপোর্ট এসে পৌঁছায় । শুক্রবার ভোর নাগাদ তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে বেলেঘাটা ID-তে স্থানান্তরিত করা হয় ।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, হায়দরাবাদের বাসিন্দা ওই যুবক গত 15 মার্চ দিল্লির নিজা়মউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন । পরে কাজে যোগ দেওয়ার জন্য ফিরে আসেন হলদিয়ার দেভোগের এলাকার আবাসনে । গত 31 মার্চ কেন্দ্রে পাঠানো ধর্মীয় সভায় যোগদানকারীদের নামের তালিকা জেলায় এসে পৌঁছালে, 1 এপ্রিল রাতে তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয় । পরে তাঁর সোয়াব সংগ্রহ করে কলকাতায় পাঠানো হলে গতরাতে পাওয়া রিপোর্টে দেখা যায় তিনি কোরোনায় আক্রান্ত ।