পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্ঘটনায় মৃত যুবক, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বাইক নিয়ে দিঘা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক।

মৃত যুবক

By

Published : Feb 18, 2019, 4:18 AM IST

পাঁশকুড়া, ১৮ ফেব্রুয়ারি : বাইক নিয়ে দিঘা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত এক যুবক। নাম সমীর গোস্বামী (৩০)। আহত হয়েছেন সুজয় সেনাপতি (৩২) ও সূর্য পাত্র (২৯) নামে দুই যুবক। তাঁরা সবাই দাসপুরের গোবিন্দনগর গ্রামের বাসিন্দা। গতকাল রাত ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৬ নম্বর জাতীয় সড়কের জিয়াদা এলাকায়। এদিকে, মৃতদেহ উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন পুলিশকর্মীরা। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ।

একটি বাইক নিয়ে গতকাল দুপুরে তিন বন্ধু দিঘায় বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার সময় জিয়াদার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। ধাক্কার চোটে রাস্তায় ছিটকে পড়েন তাঁরা। ঘটনাস্থানেই সমীরের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। প্রথমে আহত অবস্থায় সুজয় ও সূর্যকে উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাস্তা থেকে মৃতদেহ সরাতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গতি নিয়ন্ত্রণের জন্য রাস্তার ধারে প্রশাসনের তরফে গার্ডওয়াল দেওয়া হয়েছিল। কিন্তু, সেটা সঠিক জায়গায় দেওয়া হয়নি। সেটা বুঝতে না পেরেই বাইক আরোহীরা তাতে ধাক্কা মারে। তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টাখানেক বন্ধ ছিল জাতীয় সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁশকুড়া থানা থেকে আরও পুলিশ পাঠানো হয় ঘটনাস্থানে। বিক্ষোভ তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে পাঁশকুড়া থানার OC অজিত কুমার ঝাঁ এবং আরও দুই পুলিশকর্মী আক্রান্ত হন। তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। এরপর জাতীয় সড়কে ট্র্যাফিক পুলিশ মোতায়েনের আশ্বাস পেয়ে অবরোধ তোলেন স্থানীয়রা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই ওই দুর্ঘটনা ঘটেছে। চালকের মাথায় হেলমেট থাকলেও বাকি দুই আরোহীর মাথায় হেলমেট ছিল না। বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন সুজয় সেনাপতির এক প্রতিবেশী।

ABOUT THE AUTHOR

...view details