তমলুক , 4 এপ্রিল : এবার পূর্ব মেদিনীপুর জেলায় কোরোনায় আক্রান্ত এক হাতুড়ে চিকিৎসক । 60 বছর বয়সি ওই বৃদ্ধ শহিদ মাতঙ্গিনী ব্লকের বাসিন্দা । সম্প্রতি তিনি এলাকার প্রায় 150 জনের চিকিৎসা করেছেন বলে খবর । তাঁদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল গভীর রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জেলায় যে রিপোর্ট পাঠানো হয়েছে তাতে ওই চিকিৎসকের কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে । এনিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ ।
প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, 24 মার্চ স্থানীয় এক পান ব্যবসায়ী বছর 80-র বৃদ্ধ কলকাতা থেকে বাড়ি ফেরেন । 25 ও 26 তারিখে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন । তখনই ওই হাতুড়ে চিকিৎসককে দেখাতে যান। পরে ওই ব্যবসায়ীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় । 31 তারিখে জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত । 2 এপ্রিল বৃদ্ধের চিকিৎসার কাজে লিপ্ত থাকা ওই হাতুড়ে চিকিৎসককে তমলুক জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয় । ওইদিন রাতে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয় । গতকাল আসা রিপোর্টে উল্লেখ রয়েছে তিনি কোরোনায় আক্রান্ত । জানা গেছে, এর মধ্যে ওই হাতুড়ে চিকিৎসক এলাকার প্রায় 150 জন রোগীর চিকিৎসা করেছেন । প্রশাসন তাঁদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ।