মহিষাদল, 17 জুন : জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি মহিষাদল থানার বেতকুণ্ডু অঞ্চলের জগতপুর গ্রামের । জখম BJP কর্মী বর্তমানে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় BJP-র পক্ষ থেকে মহিষাদল থানায় 18 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
গতকাল বিকেলে জগতপুর গ্রামে একটি ক্লাবে কয়েকজন BJP কর্মী ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষ্যে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন । সে সময় তাঁরা খেলা দেখতে দেখতে সবাই একসাথে জয়শ্রীরাম বলেন । BJP-র অভিযোগ, জয়শ্রীরাম শোনাতে স্থানীয় তৃণমূল নেতারা সেখানে গিয়ে বিষয়টির প্রতিবাদ করেন । শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা । তৃণমূল কর্মীরা প্রথমে ধীরাজ পালই নামের এক BJP কর্মীর উপর হামলা চালায় । বাধা দিতে এগিয়ে আসেন আরেক BJP কর্মী অসিত দাস । তখনই অসিত দাসের উপর কাটারি নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা । কাটারির কোপে অসিত দাসের বাঁ চোখ গভীরভাবে জখম হয় । আহত অবস্থায় দুই BJP কর্মীকে উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।