খেজুরি, 22 জালাই: খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রথম চার্টশিট জমা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (National Investigation Agency)। জানা গিয়েছে, মোট আড়াইশো পাতার এই চার্জশিট । এই চার্জশিটে নাম রয়েছে তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল-সহ তিনজনের (NIA File Chargesheet) । এনআইএ সূত্রের খবর, এই চার্জশিটে মোট 78 জন সাক্ষী দিয়েছেন ।
পুরসভা নির্বাচনের আগে খেজুরি থেকে বোমা উদ্ধার করা হয়েছিল । সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি । এই পাঁচজনের মধ্যে রয়েছে রতন প্রামাণিক এবং তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শংকর মণ্ডল । এই চার্জশিটের মাধ্যমে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা দাবি করেছেন, মূলত পুরসভা নির্বাচনের সময় বোমা ব্যবহার করে এলাকায় এলাকায় সন্ত্রাস চালানোর জন্যই এই বোমাগুলো মজুদ করা হয়েছিল এবং বানানো হয়েছিল ৷