পাঁশকুড়া, 20 মে : সদ্যোজাতর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। অভিযোগ, প্রসূতির সংকটজনক অবস্থায় চিকিৎসককে খবর না দেওয়ায় মৃত্যু হয় সদ্যোজাতের । এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালায় প্রসূতির পরিবারের সদস্যরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পাঁশকুড়া থানার পুলিশ । তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার দুপুর তিনটে নাগাদ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হন জেসমিনারা বিবি । তাঁর বাড়ি মেচেদার বাড়বহলা গ্রামে । সেইসময় চিকিৎসকরা জেসমিনারা পরিবারের সদস্যদের জানান, সিজ়ারের প্রয়োজন নেই । কয়েকদিনের মধ্যেই নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তানের জন্ম দেবেন জেসমিনারা । গতরাতে জেসমিনারার প্রসূতি যন্ত্রণা শুরু হয় । অভিযোগ, তাঁর পরিবারের সদস্যরা এই বিষয়ে কর্তব্যরত নার্সদের জানায় । কিন্তু, তাঁরা কোনও গুরুত্ব দেননি । এরপরই ভোর পাঁচটা নাগাদ যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন জেসমিনারা । পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কর্তব্যরত নার্সরা চিকিৎসককে খবর দেন । চিকিৎসক এসে সিজ়ার করেন । পুত্রসন্তানের জন্ম দেন জেসমিনারা । কিন্তু, কিছু সময় পরেই মৃত্যু হয় সেই সন্তানের । এই খবর পেয়ে সকাল ১১ টা নাগাদ হাসপাতালে চড়াও হয় জেসমিনারার পরিবারের সদস্যরা । তারা হাসাপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। হাসাপাতালে ভাঙচুরও চালায় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।