খেজুরি, 24 নভেম্বর: খেজুরিতে (East Midnapore News) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari News) সভা শেষ হওয়ার পর বিজেপি কর্মী-সমর্থকের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিকের ছোট ভাই দীপক প্রামাণিক-সহ তিনজনকে অপহরণ করা হয়েছে এবং 30 জন জখম হয়েছেন বলে অভিযোগ । বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । প্রতিবাদে হেঁড়িয়া বোগা রাজ্য সড়ক ধোবাপুকুরের কাছে পথ অবরোধ (BJP Road Block at Khejuri) করে বিজেপি ।
2010 সালের 24 নভেম্বর কামারদা বাজার থেকে 'সিপিএম-কে তাড়ানোর' দিনটিকে 'হার্মাদ মুক্তি দিবস' হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস ৷ এতদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই কর্মসুচি পালিত হলেও এখন তিনি বিজেপি বিধায়ক ৷ এ বছর এই দিনে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়ে গণতন্ত্র রক্ষার দাবিতে কর্মসুচি গ্রহণ করেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikaris meeting)৷ খেজুরি (Road Blocked at Khejuri) বিধানসভার দক্ষিণ কুলটা থেকে ধোবাপুকুর পর্যন্ত মিছিলে হাঁটেন তিনি ৷
তাঁর সভা সেরে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ৷ বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর অভিযোগ, বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের ছোট ভাই দীপক প্রামাণিককে অপহরণ (BJP MLA's son allegedly abducted) করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে । এরই প্রতিবাদে দফায় দফায় পথ অবরোধ শুরু করেন বিজেপি সমর্থকরা ৷ কাঁথি, হেড়িয়া, পটাশপুর, ভগবানপুরে রাস্তার উপর বসে পড়ে চলে অবরোধ ৷ ধোবাপুকুরের কাছে হেঁড়িয়া বোগা রাজ্য সড়কেও অবরোধ করা হয় ৷ প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর পুলিশি মধ্যস্থতায় অবরোধ ওঠে ৷
আরও পড়ুন:Kunal Ghosh on Tripura Civic Polls: কাল ত্রিপুরায় পৌরভোট, সকাল সকাল ভোট দেওয়ার আর্জি কুণালের