ভগবানপুর, 13 মে : ক্লাবঘর তৈরির জন্য টাকা জমিয়েছিলেন সদস্যরা । কিন্তু এই দুঃসময়ে দুস্থদের পাশে দাঁড়াতে সেই টাকা ব্যবহার করলেন তাঁরা । দুস্থদের হাতে তুলে দিলেন খাদ্যসামগ্রী ।
ক্লাবঘর তৈরির টাকায় দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ সদস্যদের - পূর্ব মেদিনীপুরে ত্রাণ বিলি
ক্লাবের সদস্যরাই টাকা জমিয়েছিলেন । উদ্দেশ্য ছিল ওই টাকায় ক্লাবঘর তৈরি করবেন । কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তাঁরা সিদ্ধান্ত নেন, এখন ক্লাবঘর তৈরি করবেন না । বরং জমানো টাকা দিয়ে সাহায্য করা হবে দুস্থদের ।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় রয়েছে ওই ক্লাব । এই ক্লাবের সদস্যরা টাকা জমিয়েছিলেন । উদ্দেশ্য ছিল, ওই টাকায় ক্লাবঘর তৈরি করবেন । কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে তাঁরা সিদ্ধান্ত নেন, এখন ক্লাবঘর তৈরি করবেন না । বরং জমানো টাকা দিয়ে সাহায্য করা হবে দুস্থদের । সেইমতোই আজ ভগবানপুর হাইস্কুলের মাঠে প্রায় 1 হাজার মানুষকে খাদ্যসামগ্রী তুলে দেন ক্লাবের সদস্যরা ।
ক্লাবের সভাপতি পুলক মাইতি বলেন, "আমরা সরকারের তরফে কোনওদিন কোনও সহযোগিতা পাইনি । তারপরেও প্রতিবছর চাঁদা তুলে সামাজিক কাজকর্ম করে থাকি । সেই চাঁদা থেকেই কিছু টাকা বাঁচিয়ে রেখেছিলাম ক্লাবঘর তৈরির জন্য । কিন্তু এই দুঃসময়ে ক্লাবঘর তৈরি না করে দুস্থদের পাশে দাঁড়ানো বেশি প্রয়োজনীয় বলে মনে করি । তাই আজ দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছি ।"