পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রিসর্ট খুলতেই বাড়ছে পর্যটকদের আনাগোনা, স্বস্তি মন্দারমণিতে

আজ থেকে পর্যটকদের জন্য খুলে গেল মন্দারমণি । আর প্রথম দিন থেকে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের ।

মন্দারমনি
মন্দারমনি

By

Published : Jun 8, 2020, 6:02 PM IST

Updated : Jun 8, 2020, 6:46 PM IST

মন্দারমণি, 8 জুন : প্রায় আড়াই মাস পর মন্দারমণিতে সরকারি নির্দেশ মেনে খুলে দেওয়া হলো হোটেল, লজ ও রিসর্টগুলি । সুরক্ষা বিধি মেনেই সোমবার থেকে পর্যটকদের আনাগোনাও শুরু হয়েছে এখানে । স্থানীয় হোটেল মালিক সংগঠন সূত্রে খবর, প্রথম দিনেই মন্দারমণিতে উপস্থিত হয়েছেন প্রায় শতাধিক পর্যটক । প্রায় পনেরো থেকে কুড়িটি হোটেলের এখন পর্যটকদের ভিড় ।

মন্দারমণি পর্যটন কেন্দ্রে 120টিরও বেশি হোটেল ও রিসর্ট রয়েছে । আজ থেকে বেশ কিছু হোটেল ও লজ খোলা হয়েছে । শুরু হয়েছে অনলাইন বুকিংও । এদিন মন্দারমণির হোটেল ও রিসোর্টগুলিতে দেখা গেল সব জায়গাতেই চলছে জীবাণুমুক্ত করার কাজ । কোনওভাবে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে । পর্যটকরা যারা আসছেন তাদের সুরক্ষা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হচ্ছে । সেই সঙ্গে হোটেলে ঢোকার আগেই থার্মাল স্ক্রীনিং করা হচ্ছে । জীবাণুমুক্ত করা হচ্ছে গাড়ি থেকে পর্যটকদের শরীর পর্যন্ত । শুরুতেই এভাবে পর্যটক সমাগমে আশার আলো দেখতে শুরু করেছেন স্থানীয় ব্যবসায়ীরা । হোটেল মালিকরা জানিয়েছেন, খুবই ভালো সাড়া পাওয়া যাচ্ছে । পর্যটকরা যোগাযোগ করছেন ফোনের মাধ্যমে । পরিস্থিতি বুঝে নিজেরাই গাড়ি করে পৌঁছে যাচ্ছেন হোটেলে । আবার কেউ কেউ সেরে নিচ্ছেন আগাম বুকিংয়ের কাজও ।

হুগলি থেকে আসা এক পর্যটক বিকাশ গুপ্তা জানিয়েছেন, "দীর্ঘদিন বাড়িতে বদ্ধ থাকতে আর ভালো লাগছিল না । বিভিন্ন মাধ্যমে যখনই জানতে পেরেছি মন্দারমণির হোটেলগুলি খোলা হচ্ছে তখনই ফোনে বুক করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি । এখানে পৌঁছে খুব ভালো লাগছে । এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো । আমাদের সুরক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থাই হোটেল কর্তৃপক্ষ করেছে । "

মন্দারমনির সমুদ্র সৈকত

প্রথম দিনেই নিজের রিসর্টের তিনটি ঘরে ছয় পর্যটক এসেছেন বলে জানিয়েছেন এক রিসর্ট মালিক গৌতম দাস । তার কথায়, প্রথম দিনেই পর্যটকদের তরফে খুব ভালো সাড়া পেয়েছি । লকডাউনের কারণে ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে । হোটেল খোলার প্রথম দিনেই তিনটি রুমে ছয় জন পর্যটক এসেছেন । আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা ঘুরে দাঁড়াব ।"

মন্দারমণি বিচ হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবদুলাল দাস মহাপাত্র বলেন, "সরকারি নির্দেশ মেনে আমরা অধিকাংশ হোটেল ও রিসর্ট খুলেছি । যাবতীয় সুরক্ষা বিধি নেওয়া হয়েছে । প্রথম দিনেই শতাধিক পর্যটক এসে পৌঁছেছেন । অনেক পর্যটক আসার জন্য ফোনে যোগাযোগ করছেন । কারণ, তাদেরও দম বন্ধ হয়ে আসছে । প্রথম দিন যেভাবে সাড়া পেয়েছি তাতে মনে হয় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে । সবচেয়ে বড় কথা যদি কর্মীদের নিয়ে দ্রুত কাজ শুরু না করা যায় এলাকার অর্থনৈতিক পরিস্থিতিও ভেঙে পড়বে ।"

Last Updated : Jun 8, 2020, 6:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details