পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কুরবান শাহ খুনে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহকে খুনের ঘটনায় অন্য এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম আবদুল খালেক খান । তিনি পাঁশকুড়ার শিমুলহন্ডা এলাকার বাসিন্দা । পাঁশকুড়া থানার পুলিশ আজ তাঁকে তমলুক আদালতে তোলে ।

ছবি

By

Published : Oct 10, 2019, 2:25 PM IST

Updated : Oct 10, 2019, 3:33 PM IST

তমলুক, 10 অক্টোবর : পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শাহকে খুনের ঘটনায় অন্য এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ । ধৃতের নাম আবদুল খালেক খান । তিনি পাঁশকুড়ার শিমুলহন্ডা এলাকার বাসিন্দা । পাঁশকুড়া থানার পুলিশ আজ তাঁকে তমলুক আদালতে তোলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেক দীর্ঘদিন ধরেই পাঁশকুড়া ব্লকের তৃণমূল নেতা বলে পরিচিত । তাঁর ছেলে ওসিউর রহমান খান বর্তমানে কেশাপাট গ্রাম পঞ্চায়েতের সদস্য । কেশাপাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের সময় প্রধান হতে না পারায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁদের । যদিও দল পরিবর্তন করে অন্য কোনও দলে যোগদান করেননি তাঁরা ।

ঘটনাস্থানের ভিডিয়ো

7 অক্টোবর পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় । অভিযোগ ওঠে BJP আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে । গতকাল পরিবারের তরফে আনিসুর রহমানসহ পাঁচজনের জনের নামে অভিযোগ করা হয় । ঘটনার দিন রাতেই খালেক ও আরও দু'জনকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ । আজ বাকি দু'জনকে ছেড়ে দেওয়া হলেও খালেককে গ্রেপ্তার করে তমলুক জেলা আদালতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, আবদুল খালেক খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির খুন , খুনের ষড়যন্ত্র ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্গে ভিনরাজ্যেও । পাঁশকুড়া থানার OC অজয় মিশ্র জানান, ধৃতকে পাঁচদিন পুলিশ হেপাজতে রাখার আবেদন মঞ্জুর করেছেন বিচারক ৷

অন্যদিকে, দলনেতা খুনে দলেরই আর এক নেতার নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে দলীয় নেতৃত্ব । এই বিষয়ে পাঁশকুড়া ব্লক সভাপতি দীপ্তি কুমার জানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, " পুলিশ ঘটনার তদন্ত করছে । যাঁকে অভিযুক্ত বলে প্রশাসনের মনে হয়েছে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । তিনি দলের হতে পারেন বা দলের বাইরে লোক হতে পারেন । আমি কোনও মন্তব্য করব না । প্রশাসনের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপও করব না ।"

Last Updated : Oct 10, 2019, 3:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details