কাঁথি, 18 ডিসেম্বর: "আসানসোলে পদপিষ্টদের পরিবারের পাশে না-দাঁড়িয়ে, কলকাতায় অমিত শাহের জুতো পালিশ করছেন শুভেন্দু ।" রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কটাক্ষ করে এই মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি দেশপ্রাণ ব্লকের পেটুয়াঘাট মৎস্য বন্দরে তৃণমূলের তরফে 'গদ্দার মুক্তি দিবস' পালন করা হয় । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সুপ্রকাশ গিরি, তরুণ জানা-সহ অন্যান্য নেতৃত্বরা (Kunal Ghosh slams Suvendu Adhikari)।
শুভেন্দু অধিকারীকে এদিন আরও কটাক্ষ করেছেন কুণাল ৷ বলেন, "বিজেপির কোন এক নেতা বলছে এবার সময় হয়ে এসেছে । মানে? শুভেন্দু অধিকারীকে দল থেকে বের করার সময় এসেছে । টাইম হয়ে গিয়েছে । পুরো কথাটা বলেনি । শুভেন্দু অধিকারী দল থেকে বের করানো সময় এসেছে । তাই শুভেন্দু অধিকারী এখন বলছে কেন্দ্রীয় নেতৃত্বদের পূর্ব মেদিনীপুর পাঠাতে । কারণ ধস নেমে গিয়েছে । তাই দিল্লি নেতাদের বলছে লোক পাঠাও, আমায় বাঁচাও । আজকে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কালকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কালকে অন্য কোনও বিজেপি মন্ত্রী ।