তমলুক, 6 জুন : লোকসভা নির্বাচনের আগে এবং পরে দলবদল করেছেন শাসকদলের একাধিক নেতা-কর্মী । যোগ দিয়েছেন BJP তে । তালিকাটা শুধু দীর্ঘই নয়, এতে রয়েছে অনেক হেভিওয়েট নামও । তালিকায় রয়েছেন অর্জুন সিং থেকে শুভ্রাংশু রায় । এবার পালাবদল ঝড় কি পূর্ব মেদিনীপরে? সরাসরি বললে শুভেন্দু অধিকারীর গড়ে ? অন্তত, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি ঘিরে তৈরি হয়েছে এমনই জল্পনা ।
ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, একফ্রেমে রয়েছেন BJP-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, পূর্ব মেদিনীপুরের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন-সহ সভাপতি তথা তৃণমূল নেতা বামদেব গুছাইত ও জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সিরাজ খান । বামদেব গুছাইতের কাঁধে হাত দিয়ে রয়েছেন বিজয়বর্গীয় । অনুগতভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন সিরাজ খান । বিজয়বর্গীয়র পাশেই রয়েছেন BJP নেতা তথা তমলুকের পরাজিত প্রার্থী সিদ্ধার্থ নস্কর ।
এই সংক্রান্ত খবর :লোকসভার ধাক্কা সামলাতে বিধানসভায় মমতার ভরসা প্রশান্ত কিশোর ?
এই ছবি ভাইরাল হওয়ার পরই শোরগোল পড়ে যায় । জল্পনা শুরু, তাহলে এবার শুভেন্দুর গড়ে ভাঙন ধরাচ্ছে BJP ? যদিও সব জল্পনা উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব ।
জল্পনা বেড়েছে সিরাজ খানকে নিয়ে । কে এই সিরাজ ?
2011 সালে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র ও 2016 সালে নন্দকুমার বিধানসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়েছিলেন তিনি । গত পঞ্চায়েত ভোটে পাঁশকুড়া থেকে তৃণমূলের টিকিটে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন পেশায় মৎস্য ব্যবসায়ী এই সিরাজ । তাঁর দাবি, "মেচেদায় আমার একটি হোটেল রয়েছে । গত রবিবার বিকেলে হোটেলে এসে জানতে পারি BJP নেতারা এসেছেন । আমি হোটেলের কর্মীদের মাধ্যমে ওদের চলে যাওয়ার অনুরোধ জানাই । এর পর হোটেল থেকে ওঁদের বেরিয়ে যাওয়ার সময় আমার দেখা হয় । সেই সময়ই কেউ এই ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করে ।" তাঁর আরও দাবি, "আমি তৃণমূলেই রয়েছি । BJP যোগের জল্পনা সত্যি নয় ।"
ছবিতে দেখতে পাওয়া বামদেব গুছাইতই বা কে ? শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন-সহ সভাপতি বামদেব গুছাইত । গত পঞ্চায়েত ভোটে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল । তাঁর স্ত্রী জয়শ্রী শাহু গুছাইত খারুই‑2 গ্রাম পঞ্চায়েতের সদস্য। বামদেব গুছাইত বলেন, "আমি তৃণমূলের সৈনিক । ওইদিন আমি সিরাজ সাহেবের সঙ্গে দেখা করতে হোটেলে গিয়েছিলাম । তখনই BJP নেতারা হোটেল থেকে বেরোচ্ছিলেন । কেউ কেউ আমাকে দল থেকে তাড়ানোর জন্য চক্রান্ত করছে ।"
এই সংক্রান্ত খবর :বিজয় মিছিলে নিষেধাজ্ঞা মমতার; "জোর করে করব", বললেন দিলীপ
দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী । তিনি বলেন, "সিরাজ খানের সঙ্গে কথা হয়েছে । উনি জানান, ওঁরা একটি হোটেল গিয়েছিলেন । সেখান থেকে বের হওয়ার সময় BJP নেতাদের সঙ্গে দেখা হয়েছিল । কেউ ওই ছবি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছে । দলবদলের কোনও সম্ভাবনা নেই।"