পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনা ও যশে বিপর্যস্ত মেদিনীপুরবাসীর পাশে দাঁড়ালেন জুন মালিয়া

করোনা ও ঘূর্ণিঝড় যশের প্রভাবে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর । এই ঝড়ের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশের বেশ কিছু কাঁচা ও পাকা বাড়ির ক্ষতি হয়েছে । শহর এবং জেলার বহু মানুষ অর্ধাহারে-অনাহারে কাটাচ্ছে । মাথার উপর নেই ছাউনি ৷ এদিকে বর্ষা আসতে চলেছে রাজ্যে । সেই সব মানুষের পাশে দাঁড়ালেন মেদিনীপুরের তারকা বিধায়ক জুন মালিয়া ।

By

Published : Jun 3, 2021, 7:19 AM IST

মেদিনীপুরের অতিমারী ও ঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন জুন মালিয়া
মেদিনীপুরের অতিমারী ও ঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ালেন জুন মালিয়া

মেদিনীপুর, 3 জুন : ঝড় ও অতিমারিতে বিপর্যস্ত মেদিনীপুরের মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া ৷ এলাকার গরিব মানুষদের মধ্যে বিলি করলেন ত্রিপল ৷ তুলে দিলেন শুকনো খাবার । এছাড়াও শহরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিউনিটি সেন্টার থেকে প্যাকেটজাত খাবার তুলে দেন আর্ত মানুষের হাতে ।

করোনা ও ঘূর্ণিঝড় যশের প্রভাবে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর । এই ঝড়ের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশের বেশ কিছু কাঁচা ও পাকা বাড়ির ক্ষতি হয়েছে । শহর এবং জেলার বহু মানুষ অর্ধাহারে-অনাহারে কাটাচ্ছে । মাথার উপর নেই ছাউনি ৷ এদিকে বর্ষা আসতে চলেছে রাজ্যে । সেই সব মানুষের পাশে দাঁড়ালেন মেদিনীপুরের তারকা বিধায়ক জুন মালিয়া ।

গতকাল শহরের 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেত্রী মৌ রায়ের উদ্যোগে আয়োজন করা একটি অনুষ্ঠানের মাধ্যমে 100 জনের হাতে শুকনো খাবার তুলে দেন বিধায়ক । এছাড়া ভেঙে পড়া কাঁচা বাড়ির মালিকদের হাতে তুলে দেন ত্রিপল । পরে তিনি দুঃস্থ গরিব মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আহারের কর্মসূচিতে যোগ দেন তিনি ।

প্রসঙ্গত, বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই জুন মালিয়া একনাগাড়ে মেদিনীপুরবাসীর জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন । কখনও মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে খাবার তুলে দিয়েছেন রোগীর আত্মীয় স্বজনদের ৷ কখনও রাস্তায় বেরিয়ে নিজেই মাইকিং করে প্রচার করে সতর্ক ও সচেতন করেছেন মানুষকে ৷ কখনও আবার মাস্ক ,স্যানিটাইজ়ার তুলে দিয়েছেন সাধারণ মানুষের হাতে । এছাড়াও এলাকায় গিয়ে তিনি গ্রামবাসীদের মধ্যে সচেতনতা ও শুকনো খাবার তুলে দিয়েছেন ।

জুন মালিয়া জানিয়েছেন, "মানুষের সাহায্য করার জন্য এগিয়ে এসেছি । তাছাড়া এই ঝড় ,অতিমারির সময় বহু মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন । তাঁদের মুখে দু'টি খাবার তুলে দিতে পেরে আমি যথেষ্ট খুশি । চাইব এইভাবে মানুষের সঙ্গে থেকে মানুষের সেবা করতে ।"

আরও পড়ুন :মেয়েকে মাথা কেটে খুন করল মা

ABOUT THE AUTHOR

...view details