পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : কাঁথিতে সন্দেহের বশে মৃতদেহ সৎকারে বাধা - kanthi

মহারাষ্ট্র থেকে মৃতদেহ এলে গ্রামবাসীরা সৎকারে বাধা দেয় । মৃতদেহ নিয়ে নাজেহাল পরিবারের লোক ৷

কাঁথি
কাঁথি

By

Published : Mar 26, 2020, 5:23 PM IST

Updated : Mar 26, 2020, 5:52 PM IST

কাঁথি ,26 মার্চ : কোরোনা সন্দেহে আটকে দেওয়া হল মহারাষ্ট্র থেকে আসা মৃতদেহ সৎকারের কাজকে৷ মৃতের নাম অক্ষয় রাউত (23) ৷ মৃতের পরিবারের দাবি ,তিনি আত্মহত্যা করেছেন ৷ যদিও গ্রামবাসীদের সন্দেহ যে তিনি কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ৷ কঠিন পরিস্থিতির মুখোমুখি মৃতের পরিবার ৷

পরিবার সূত্রে খবর, কাঁথি থানার ঘাটুয়া গ্রামের বাসিন্দা অক্ষয় রাউত কর্মসূত্রে মহারাষ্ট্রের পুনেতে থাকতেন । পারিবারিক অশান্তির কারণে গত রবিবার ওই যুবক আত্মহত্যা করেন ৷ খবর পেয়ে পরিবারের লোকজন একটি গাড়ি করে পুনে থেকে মৃতদেহ নিয়ে আসে অক্ষয়ের বাড়ি ঘাটুয়াতে ৷ গ্রামবাসীরা গ্রামে ঢুকতে বাধা দেয় ৷ তারপর তারা সৎকার করতে মৃতদেহটি কাঁথির একটি শশ্মানে নিয়ে যান । সেখানকার এলাকাবাসীরাও মৃতদেহ সৎকারে বাধা দেন ৷

এই বিষয়ে এলাকার বাসিন্দা স্বপন রায় বলেন, " একটি মহারাষ্ট্রের প্লেট লাগানো গাড়ি দেখে প্রথমে আমার সন্দেহ হয় ৷ জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারি ৷ আমাদের সকলের সন্দেহ উনি কোরোনা আক্রান্ত হয়ে মারা গেছেন । তাই আমরা বাধা দিয়েছি । পুশিকেও খবর দিয়েছি ৷"

বিষয়টি নিয়ে কী বলেন এলাকাবাসী এবং মৃতের আত্মীয় ? দেখুন ভিডিয়োয়...

যদিও, মৃতের পরিবারের লোকজনের কথায় পারিবারিক অশান্তির জেরে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ৷ তিনি কোরোনা সংক্রামিত হয়ে মারা যাননি । কিন্তু কথা শুনতে নারাজ এলাকাবাসী । পুনে থেকে আমরা বডি নিয়ে এসেছি । কিন্তু গ্রামের লোকজন বডি গ্রামে পুড়োতে দিচ্ছে না । তাই আমরা চারিদিকে বডি নিয়ে ঘুরছি ৷

Last Updated : Mar 26, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details