নেতাই, 7 জানুয়ারি : রাজ্য রাজনীতিতে ফের একবার চর্চার মুখে নেতাই ৷ সৌজন্যে শুভেন্দু অধিকারী ৷ 2011 সালের পর থেকে প্রতি বছরই 7 জানুয়ারি নেতাইয়ে আসেন শুভেন্দু ৷ শহিদ বেদিতে মাল্যদানের পাশাপাশি শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ এবছরও তার ব্যতিক্রম হল না ৷ তিনি এলেন, মাল্যদান করলেন শহিদ বেদিতে ৷ পরিবারের প্রতি সমবেদনাও জানালেন ৷ পার্থক্য একটাই ৷ 2019 পর্যন্ত তিনি এখানে এসেছেন তৃণমূল নেতার পরিচয়ে ৷ তবে, 2020-তে তিনি এলেন বিজেপি নেতার পরিচয়ে ৷ যদিও শহিদ মঞ্চে রাজনীতির রং লাগাতে নারাজ শুভেন্দু ৷ বার বার একটাই কথা বলেছেন, "আমি কোনও দিন দলীয় পতাকা নিয়ে এখানে আসিনি ৷" পাশাপাশি নাম না করে ছত্রধর মাহাতকেও কটাক্ষ করেন তিনি ৷ জঙ্গলমহলের লোকেদের সঙ্গে তাঁর হৃদয়ের সম্পর্ক ৷ এই সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি ৷
এদিন সকালেই নেতাই পৌঁছে যান শুভেন্দু অধিকারী ৷ শহিদ বেদিতে মাল্যদানের পর এক মিনিটের নীরবতা পালন করেন ৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "যাঁরা কোনও দিন নেতাইয়ে আসেননি, শহিদদের পরিবারের খোঁজ নেননি, তাঁরা আসছেন ৷ আমরা স্মৃতিরক্ষা কমিটির নামে এই দিনটি পালন করি ৷ এই গ্রামে সব দলের লোক আছে ৷ তৃণমূল-সিপিএম-বিজেপির লোক আছে এখানে ৷ এখানে আমরা কোনও দিন রাজনীতি করিনি ৷ আমি কোনও দিন দলীয় পতাকা নিয়ে আসিনি এখানে ৷"