পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিভোর্স না দেওয়ায় যুবতিকে কুপিয়ে খুনের চেষ্টা, গ্রেপ্তার শওহর - husband arrested

ডিভোর্স না দেওয়ায় খুনের চেষ্টা। গ্রেপ্তার শওহর। ময়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে তমলুক জেলা আদালত।

attempt to murder

By

Published : Mar 26, 2019, 1:28 PM IST

ময়না, ২৬ মার্চ : ১০ লাখ টাকা আর নতুন বাইকের জন্য দ্বিতীয়বার বিয়ে করতে চাইছিল ময়নার পশ্চিম নছিপুরের যুবক মীর মুস্তাক। সেজন্য বিবির কাছে আইনি বিচ্ছেদ চেয়েছিল সে। কিন্তু বিবি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে কুপিয়ে খুনের চেষ্টা করে মুস্তাক।

ময়নার পশ্চিম নছিপুর এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি মীর মুস্তাকের সঙ্গে ১১ বছর আগে নিকাহ হয়েছিল পড়শি গড়সাফাৎ এলাকার বাসিন্দা সায়রা বানুর। তাদের ৮ বছরের মেয়েও আছে। অভিযোগ, বছর তিনেক আগে থেকে টাকা এবং বাইকের লোভে দ্বিতীয় বিয়ে করতে চায় মুস্তাক। এর জন্য স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদও চেয়েছিল। অভিযোগ, গতরাতে সায়রা যখন ঘুমিয়ে ছিলেন তখন ভোজালি নিয়ে তাঁকে কোপাতে থাকে সে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সায়রার চিৎকারে প্রতিবেশীরা সেখানে এলে পালিয়ে যায়। পড়শিরাই আহত সায়রাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভরতি করেন। তাঁর পেটে, বুকে, পিঠে ও শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। সায়রার ভাই শেখ শাহজাদা ময়না থানায় অভিযোগ দায়ের করেছে। মুস্তাককে গ্রেপ্তার করেছে ময়না থানার পুলিশ। তমলুক জেলা আদালতে তোলা হলে তার চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক।

সায়রা বলেন, "সে আমার সাথে আর থাকতে চাইনি। তাই বাধ্য হয়ে বাড়ি ছেড়ে তিন বছর বাপের বাড়িতে ছিলাম। তিন মাস আগে শ্বশুরবাড়িতে ফিরে এসেছি। সে শুধু আমার কাছ থেকে ডিভোর্স চাইছিল। আমি ডিভোর্স দিতে চাইনি কারণ আমি ওকে ছাড়তে চাই না।"

ABOUT THE AUTHOR

...view details