পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাঁথির CPI(M) প্রার্থীর বাড়িতে ভাঙচুর - election

কাঁথি লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী পরিতোষ পট্টনায়েকের হলদিয়ার বাড়িতে ভাঙচুর । অভিযুক্ত তৃণমূল।

ঘটনাস্থানের ছবি

By

Published : May 12, 2019, 8:31 AM IST

হলদিয়া, 12 মে : কাঁথি লোকসভা কেন্দ্রের CPI(M) প্রার্থী পরিতোষ পট্টনায়েকের হলদিয়ার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । গতরাতে বাড়ি ফাঁকা থাকার সুযোগে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । ঘটনার তদন্তে হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ ।

পরিতোষ পট্টনায়েকের আদি বাড়ি কাঁথিতে । আজ ভোট থাকায় গতকালই তাঁর পরিবারের সদস্যরা হলদিয়ার বাড়ি থেকে সেখানে চলে আসে । অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগে গতরাতে সেখানে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয় বলেও অভিযোগ । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন হলদিয়ার ভবানীপুর থানায় ।

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ABOUT THE AUTHOR

...view details