পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্কে সমবায় সংস্থার বাজারে প্রবেশ নিষেধ,ক্ষুব্ধ স্থানীয়রা - haldia ioc market

হলদিয়া টাউনশিপের ক্লাস্টার 11- তে দীর্ঘদিন ধরেই চলে আসছে IOC-র এমপ্লয়িজ পরিচালিত একটি বাজার। সংস্থার কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা সেখান থেকে ন্যায্য মূল্যে চাল ডাল সহ অন্যান্য সামগ্রী এতদিন কিনতে পারতেন। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে কোরোনার প্রকোপ এড়াতে IOC কর্তৃপক্ষের নির্দেশে সমবায় সংস্থা বাইরের সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদিও সংস্থার কর্মীদের সেখানে অবাধ প্রবেশের অধিকার দেওয়া হয়েছে।

IOC
এমপ্লয়িজ কো-অপারেটিভ

By

Published : Apr 7, 2020, 7:34 PM IST

হলদিয়া,7 এপ্রিল: কোরোনা মোকাবিলার জন্য গোটা দেশজুড়ে চলছে লকডাউন। তবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বেশ কিছু দোকান ও বাজারকে কিছু সময়ের জন্য খোলা রাখা হচ্ছে । সরকারি নির্দেশিকা জারি করে বলা হয়েছে খোলা রাখতে হবে প্রয়োজনীয় সামগ্রীর দোকানগুলি। কিন্তু সেই সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে হলদিয়ার IOC-র এমপ্লয়িজ কো-অপারেটিভের তত্ত্বাবধানে চলা বাজার বন্ধ করে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দারা হলদিয়া টাউনশিপের ক্লাস্টার 11-তে থাকা ওই বাজারে বাজার করতে গেলে তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করছেন । করা হচ্ছে শারীরিক নিগ্রহও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হলদিয়া টাউনশিপের ক্লাস্টার 11- তে দীর্ঘদিন ধরেই চলে আসছে IOC-র এমপ্লয়িজ পরিচালিত একটি বাজার। সংস্থার কর্মী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা সেখান থেকে ন্যায্য মূল্যে চাল ডাল সহ অন্যান্য সামগ্রী এতদিন কিনতে পারতেন। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে কোরোনার প্রকোপ এড়াতে IOC কর্তৃপক্ষের নির্দেশে সমবায় সংস্থা বাইরের সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। যদিও সংস্থার কর্মীদের সেখানে অবাধ প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। ফলে বাজার থেকে নিত্য সামগ্রী কিনতে না পেরে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ সমবায় পরিচালিত ওই বাজারে প্রয়োজনে নিত্য সামগ্রী ক্রয় করতে গিয়ে নিরাপত্তারক্ষীর হাতে শারীরিক ভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে ক্রেতাদের। যে কারণেই বাজার কর্তৃপক্ষের ওপর ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে বাজারটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশানের আবাসন চত্বরের মধ্যে হওয়ায় স্থানীয়দের সমস্যা হচ্ছে।

সরকারি নির্দেশ মেনে গোটা আবাসন চত্বরকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। লকডাউন খুব কড়া ভাবেই সেখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর তাই আবাসনের বাসিন্দাদের নিরাপত্তা রক্ষার জন্যই বর্তমান পরিস্থিতিতে বাজারে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ক্রেতাদের অসুবিধা যাতে না হয় সে ব্যবস্থা করা হবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মুক্তার আহমেদ খান অভিযোগ করে বলেন, "গত রবিবার আমি বাজার করার জন্য ওই কো-অপারেটিভের বাজারে গিয়েছিলাম। আমাকে নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি পর্যন্ত করেছে।

বাইরের কাউকে যেতে দিচ্ছে না ফলে সমস্যা হচ্ছে টাউনশিপের বাসিন্দাদের। আমরা চাই এই বিপদের সময় ওঁরা যেমন আমাদের পাশ থেকে সরে গিয়েছেন, বিপদ মুক্ত হলে মানুষ যেন ওঁদের পাশ থেকে সরে যান‌।"

এ বিষয়ে IOC -র কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার রাজীব মণ্ডল জানিয়েছেন, দেশজুড়ে লকডাউনের জেরে আমাদের আবাসন চত্বরে বাইরের লোকের আনাগোনা বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ইশু। কর্মীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কো-অপারেটিভের বাজারটি আবাসন চত্বরে হওয়ায় কিছু সমস্যা তৈরি হয়েছে। সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে যাতে দিনে অন্তত দুবার কিছুটা সময় সাধারণ মানুষকে বাজার করার সুযোগ করে দেওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details