মহিষাদল, 3 জুন : মহিষাদলের ঘটবাটি জগৎপুর গ্রামে মন্দিরে চুরি । গতরাতে মন্দিরের দুটি লোহার গেট ও একটি কাঠের দরজার তালা কেটে চুরি করা হয় । তিনটি অষ্ট ধাতুর বিগ্রহ , সোনার গহনা ও আসবাবপত্র সহ আনুমানিক 5 লাখ টাকা মূল্যের সামগ্রী চুরি হয়েছে বলে জানা গেছে ।
মহিষাদলে মন্দির থেকে অষ্ট ধাতুর মূর্তি চুরি - steal
মহিষাদলে মন্দিরে চুরি । তিনটি অষ্ট ধাতুর বিগ্রহ , সোনার গহনা ও আসবাবপত্র সহ আনুমানিক 5 লাখ টাকা মূল্যের সামগ্রী চুরি গেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
জগৎপুরের শীতলা মন্দিরটি বহু পুরোনো । প্রতিদিনই চলে নিত্য পূজা । গতকাল সন্ধ্যায় নিত্য পূজার পর মন্দিরের পুরোহিত সমস্ত লোহার গেট ও দরজার তালা লাগিয়ে চলে যান । তারপরই গভীর রাতে চুরি হয় । এই প্রথম মন্দিরে এত বড় ধরনের চুরির ঘটনা ঘটল বলে জানা গেছে । দুষ্কৃতীরা মন্দিরের বিগ্রহ সহ মোট তিনটি পূর্ণাঙ্গ মূর্তি, বিগ্রহের গায়ে থাকা সোনার গহনা, এছাড়াও বেশ কিছু সামগ্রী চুরি করে পালায় তারা । আজ সকালে মন্দিরের পুরোহিত পুজো করতে এসে প্রথম লক্ষ্য করেন ঘটনাটি । তিনি দেখেন মন্দিরের তিনটি গেটের তালা ভাঙা অবস্থা পড়ে রয়েছে । পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখতে পান মন্দিরের মধ্যে থাকা দেব- দেবির মূর্তি, সোনার গহনা ও আসবাবপত্র সমস্ত কিছু খোয়া গেছে ।
মন্দির কমিটির কোষাধ্যক্ষ ভক্তি পদ পালই বলেন, "আমাদের মন্দিরটি প্রায় 170 বছরের প্রাচীন । মন্দিরটিতে আজ পর্যন্ত কোনওদিন এই ধরনের ঘটনা ঘটেনি । বিগ্রহ থেকে গহনা সবই খোয়া গেছে । যার বাজার দর প্রায় পাঁচ লাখ টাকা। কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের জন্য পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি । আমরা চাই পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।"
এরপর আজ সকালে মন্দির কমিটির পক্ষ থেকে মহিষাদল থানায় মন্দির চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা যায়নি।