পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন, অগ্নিদগ্ধ 13

আজ সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে ৷ ঘটনায় 13 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷

ফাইল ফোটো

By

Published : Sep 20, 2019, 12:06 PM IST

Updated : Sep 20, 2019, 2:28 PM IST

হলদিয়া, 20 সেপ্টেম্বর : হলদিয়া পেট্রোকেমিকেলসের ক্র্যাকার ইউনিটে আগুন ৷ ঘটনায় 13 জন শ্রমিক অগ্নিদগ্ধ ৷ গুরুতর অবস্থায় তাদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে। সেই সময় শ্রমিকরা ইউনিটে কাজ করছিলেন । ঘটনায় 13 জন অগ্নিদগ্ধ ৷ তাদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন ৷ ইতিমধ্যে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও রওনা দিয়েছেন । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অন্যান্য শিল্পাঞ্চল থেকেও দমকল পৌঁছেছে ৷

দেখুন ভিডিয়ো

ইউনিটে হাইড়্রো কার্বনের পাইপে লিকেজ হয় ৷ সেখান থেকে অতিদাহ্য হাইড্রো কার্বন বেরিয়ে তা ন্যাপথার সঙ্গে মেশে৷ এখান থেকেই আগুন লাগে পুরো ইউনিটে ৷ মূলত পেট্রোলিয়াম শোধনের পর যে ন্যাপথা পড়ে থাকে, তা মজুত হত এই ইউনিটে ৷ এই ন্যাপথা থেকে প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করা হয় ৷

Last Updated : Sep 20, 2019, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details