কাঁথি, ১ মার্চ : এক ব্যবসায়ীর বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ। মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথির পশ্চিম কুশবনি গ্রামের।
বাড়িতে মজুত বাজি বিস্ফোরণে মৃত ১, আহত ৩
এক ব্যবসায়ীর বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ। মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় বাজি ব্যবসায়ী শশাঙ্ক ভুঁইঞার বাড়িতে বিকেল তিনটে পনেরো নাগাদ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় পুড়ে মারা যান বছর সাতাশের যুবক শশাঙ্কের ছেলে সৌরভ ভুঁইঞা। বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিকট শব্দের জেরে আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত সৌরভ দাস, টিঙ্কু বেরা, শুভঙ্কর কামিলাকে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে আসা হয় কাঁথি মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তিনজনকেই স্থানান্তর করা হয়েছে কলকাতায়। আহতরা সকলেই গ্রিলের মিস্ত্রি এবং তাঁরা কাঁথিরই বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শশাঙ্ক ভুঁইঞার বাজির দোকানসহ কারখানা আছে। দোকানের জন্য বাজি মজুত ছিল নতুন তৈরি পাকাবাড়িতে। আজ দুপুরে নতুন তৈরি পাকাবাড়িতে চলছিল গ্রিল বসানোর কাজ। বিকেল সোয়া তিনটে নাগাদ আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পাকাবাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। ঘটনাস্থানেই মারা যান সৌরভ। এবং মারাত্মকভাবে ঝলসে যান তিন গ্রিল মিস্ত্রি। ঘটনার খবর পেয়ে কাঁথি থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থানে যান কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক এম এম হাসান, কাঁথির IC সুনয়ন বসু। মহকুমা পুলিশ আধিকারিক বলেন, "আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার ফরেনসিক তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।" দমকল আধিকারিকরা বলেন, "কী কারণে আগুন লেগেছে, তা বোঝা যাচ্ছে না। ফরেনসিক টিম এলে কারণ পরিষ্কার হবে।"